বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের , চরম হুঁশিয়ারি ভারতের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের। ফের ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও স্নায়ুর লড়াই শুরু। আগামী কিছু দিনের মধ্যেই গিলগিট বালুচিস্তানে নির্বাচনের দিন ঘোষণা করল পাকিস্তান সরকার। আর সেই নিয়েই দুই দেশের মধ্যে শুরু স্নায়ুর লড়াই। স্বাধীনতার পর থেকেই ভারতের এই গুরুত্বওপূর্ণ অবিচ্ছেদ্য অংশকে পাকিস্তান দখল করে রেখেছে। এবার সেখানেই নির্বাচনের আদেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিমকোর্ট  আসলে কূটনৈতিক মহল জানাচ্ছে ভারত ও চিনের সীমান্ত ঝামেলার পাশেই পাকিস্তান এই এলাকাকে নিজেদের প্রদেশ তৈরী করার চেষ্টা করছে।

India -chin-and-pakistan

কিন্তু তাই নিয়ে নতুন দিল্লি তীব্র প্রতিবাদ করেছে। ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান যা দখল করে রয়েছে, সেটা কিন্তু ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই নির্বাচন করানোর যে চেষ্টা চালাচ্ছে সেটার আইনী কোনো ভিত্তি নেই। প্রসঙ্গত স্বাধীনতার পর থেকেই পাকিস্তান অবৈধভাবে ভারতের অবিচ্ছেদ্য জমিকে দখল করে বসে আছে। সেই বিষয় নিয়ে সায় দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টও। তাও পাকিস্তান সুপ্রিম কোর্ট সেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আগামী নভেম্বর মাসেই নাকি সেখানে শুরু হবে ভোট গ্রহন।

 আরো পড়ুন :- বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী !

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন , ভারত তীব্র প্রতিবাদ জানিয়ে আগের থেকেই অবস্থান স্পষ্ট করেছে । পাকিস্তান যেভাবে সেনা দিয়ে সেই জায়গা জবর দখল করে রেখেছে , আর সেখানে যেভাবে নির্বাচন করার চেষ্টা করছে সেটা পুরোপুরি বে-আইনি। সমগ্র জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

Highlights

1. বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের

2. জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ

#India #Pak #LOC #LAC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন