বাস্তু অনুযায়ী বাড়ি সাজানোর কিছু উপায় , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাস্তু অনুযায়ী বাড়ি সাজানোর কিছু উপায়। আপনার বাড়ির পরিবেশের ভালো ও মন্দ নির্ভর করবে আপনার বাড়ির বাস্তুর উপর। বাস্তুর সামান্য সমস্যা থাকলে অনেক সময় গৃহে বড়ো সমস্যা দেখা দিতে পারে। পরিবাবের সকলের জীবনে আরও অনেক সমস্যা আস্তে পারে। তাই সবসময় উচিত হবে বাড়ি করার আগে ও বাড়ি সাজানোর সময় একজন বাস্তু জানা ব্যাক্তিকে দিয়ে বাড়ি দেখিয়ে নেওয়া। তাতে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে এখানে কিছু টিপস থাকবে বাস্তুর বিষয়ে।

বাড়ি সাজানোর কিছু উপায় —

১. আপনার বাড়ির ঠাকুর ঘরটি সবসময় বাড়ির ঈশান কোণে বা উত্তরপূর্ব দিকে হওয়া উচিত।

২. বাস্তু শাস্ত্র অনুযায়ী দক্ষিণপূর্ব বা উত্তর-পশ্চিম দিকে বাড়ির রান্নাঘর থাকা উচিত।

৩. বাস্তু শাস্ত্র অনুযায়ী আপনার বাড়ির কর্তা বা বাড়ির বড়দের শোওয়ার ঘর থাকা উচিত দক্ষিণ-পশ্চিমে।

৪. পানীয় জলের ট্যাংকটি  ছাদের উপর দক্ষিণ-পশ্চিম দিকে থাকা উচিত।

৫. বাড়ির বিবাহযোগ্য সদস্যদের উত্তরপূর্বের ঘরে রাখা উচিত ও বাড়ির অতিথিদেরও এই দিকের ঘরে রাখা যেতে পারে।

৬. বাড়ির সিঁড়ি বা ছাদে ওঠার হওয়া উচিত বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে।

৭.  বাড়ির উত্তর পূর্ব দিকে ফুলের গাছ লাগাতে পারেন।

৮. বাড়ির সদর দরজা উত্তরটি বা পূর্বদিকে হওয়া উচিত।

৯. বাড়ির দক্ষিণে বা দক্ষিণ-পূর্বে বড় বড় গাছ লাগানো থাকলে ভালো।

১০. দক্ষিণের মধ্যাংশ রাখা উচিত বাড়ির ছোটদের জন্য। এই অংশে স্টোর ঘর বা স্টাডি রুম রাখা যায়।

সামান্য কিছু টিপস মানুন , ভালো রাখুন বাস্তু ।

Highlights

1. বাস্তু অনুযায়ী বাড়ি সাজানোর কিছু উপায়

#বাস্তু #Lifestyle

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন