বাস্তু শাস্ত্র অনুসারে পুজোর স্থানটি কেমন হওয়া উচিত ? জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সনাতন ধর্মে পূজার বিশেষ দিক নির্দেশ করা হয়েছে। বাস্তু শাস্ত্র অনুসারে, উপাসনা স্থলটি পবিত্র স্থান গুলির মধ্যে অন্যতম। বাড়ির পুজোর স্থানে অধিষ্ঠিত দেবতাকে প্রতিষ্ঠা করার জন্য ঈশান কোণকে শুভ বলে মনে করা হয়। হিন্দুরা তাদের বাড়িতে পুজোর স্থান গুলিকে পরিষ্কার রাখেন। মানসিক শান্তির জন্য বাড়িতে পূজা করে থাকেন, আপনি কি জানেন যে বাড়ির পূজার স্থান বা মন্দির সম্পর্কিত বাস্তু টিপসগুলি কী কী ?

আরো পড়ুন :- নিজের আর্থিক অবস্থা মজবুত করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

জানুন বাস্তু অনুসারে পুজোর স্থানটি কেমন হওয়া উচিত —

১. বাড়ির পুজোর স্থান উত্তর-পূর্ব কোণে হওয়া উচিত। পুজোর স্থানে রুদ্র রূপে থাকা দেব-দেবীর ছবি রাখা উচিত নয়।

২. বাস্তু শাস্ত্র অনুসারে, সকলের মনে রাখা উচিত পূজার স্থানে দেবতাদের মুখ পূর্ব দিকে মুখ করা উচিত। দেশের বেশির ভাগ মন্দিরেই দেখা যায় পূজার ঘর পূর্ব দিকে মুখ করা।

 

niladri misra

 

৩. বাস্তু শাস্ত্র অনুসারে, খুব বড় মূর্তি কোনও পূজার জায়গায় রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় এর ফলে বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয়।

৪. বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, পূজার স্থানে দুটির বেশি ভগবানের ছবি রাখা উচিত নয়।

৫. উপাসনাস্থলে একটি দেবতাকে দুইবার অভিষিক্ত করা নিষিদ্ধ বলে বিবেচিত হয়।

৬. পূজার স্থানে কখনও ভাঙা বা খুঁত ধরা মূর্তি রাখবেন না। পূজার স্থানে ভুলবশত কোনও মূর্তি ভেঙে গেলে তা বিসর্জন দিয়ে দিতে হবে।

আরো পড়ুন :- হাতে আসবে টাকা, মঙ্গল মার্গী হতেই ভাগ্য ফিরবে কোন কোন রাশির জানুন

আরো পড়ুন :– স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে 

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন