Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের প্রত্যেকের জীবনের কিছু না কিছু সমস্যা থাকে। আমাদের প্রতিনিয়ত সেই সমস্যা গুলির সমুখীন হতে হয়। তবে বাস্তুর সমস্যার জন্য ও আমাদের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাস্তু শাস্ত্রে ব্যাখ্যা করা আছে যে , আমাদের ব্যবহারের এমন অনেক জিনিস আছে যা দিয়ে আমরা সহজেই আমাদের বাড়ির অশুভ শক্তি দূর করে আমাদের জীবনের খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আবার জ্যোতিষ শাস্ত্র মতে , গ্রহ নক্ষত্রের শুভ অশুভ দেখে ও আমাদের জীবনে সুখ ও শান্তি বিরাজ করে।
আমাদের জীবনে গ্রহ নক্ষত্র যেমন প্রবাভ ফেলে তেমনই বাস্তু ও আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। আমাদের জীবনে সমস্যা কাটিয়ে উঠতে , অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটানো প্রয়োজন। বাস্তুর দোষ আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে। এছাড়া এই বাস্তু দোষ আমাদের জীবনে প্রতিনিয়ত বাঁধার সৃষ্টি করে। চলুন জেনে নেওয়া যাক কি ভাবে বাস্তুর এই ছোট দোষ গুলি কাটিয়ে উঠবেন। মাত্র কয়েকটি ছোট নিয়ম পালনের মাধ্যমেই এই দোষ কাটিয়ে ওঠা সম্বভ।
আরো পড়ুন :- প্রেম ও বিয়ের ক্ষেত্রে যে রাশি গুলিকে এড়িয়ে চলা উচিত , দেখুন এক নজরে
১. বাড়িতে যদি এক্যুরিয়াম রাখেন তবে তা উত্তর – পূর্ব দিকে রাখবেন।
২. বাড়ির দরজা ও জানালা যেন জোড়া সংখ্যায় হয়।
৩. নিজের বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিছন্ন রাখুন।
৪. বাড়ির দেওয়ালে যদি পরিবারের ছবি রাখেন তবে তা দক্ষিণ – পশ্চিম দিকে রাখুন।
৫. পরিবারের আর্থিক উন্নতির জন্য বসার ঘরে লাল রঙের ঘোড়ার ছবি ঝুলিয়ে রাখতে পারেন।
৬. বাড়িতে ঢোকার মুখে যদি কোনো ফাঁকা দেওয়াল থাকে তবে তাতে ছবি ঝুলিয়ে রাখুন , ফাঁকা রাখবেন না।
৭. বাড়িতে যদি বাগান করেন তবে তা পূর্ব দিকে করুন।
৮. বেডরুম করুন বাড়ির পশ্চিম দিকে।
৯. বাড়ির উত্তর – পূর্ব দিকের দেওয়ালে কোনো সূর্যমুখী ফুলের ছবি বা লম্বা রাস্তার ছবি রাখতে পারেন।
১০. পরিবারের সকলে মিলে আড্ডা দেবার জাগা বাড়ির উত্তর – পূর্ব দিকে রাখুন।
আরো পড়ুন :- বাড়ির এই দিকে অর্থ রাখলে , কখনোই অর্থভাব হয় না
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)