Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাস্তু শাস্ত্র শুধু আপনার বাড়ি বা অফিসের জন্য নয়। আপনার গাড়ির বাস্তুও সঠিক হওয়া জরুরি। গাড়ির বাস্তু সঠিক না হলে সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারে। বাস্তু অনুসারে গাড়ির ভেতরে কয়েকটি জিনিস অবশ্যই রাখা উচিত। বর্তমানে গাড়ি আর উচ্চবিত্তদের সঙ্গী নয়। মধ্যবিত্তরাও নিজেদের প্রয়োজনে গাড়ি কিনছেন। যারা জ্যোতিষ মানেন, তারা অনেকে পঞ্জিকা অনুসারে শুভ দিন দেখে গাড়ি নিয়ে আসেন। তবে বাস্তুর দিকটিও নজরে রাখা জরুরি। দেখে নিন বাস্তু অনুসারে গাড়ির মধ্যে কোন কোন জিনিস রাখা জরুরি। দেখুন একনজরে ——
১. ঈশ্বরের কোনও ছোট মূর্তি গাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। গাড়িতে গণেশ মূর্তি রাখতে অনেককেই দেখা যায়। দুর্ঘটনা ও বাধা থেকে রক্ষা করে বলে বিশ্বাস। গাড়ির মধ্যে ঝুলন্ত হনুমানের মূর্তিও রাখা যেতে পারে।
২. ছোট একটা কালো কচ্ছপের মূর্তি গাড়িতে রাখতে পারেন। বাস্তশাস্ত্র অনুসারে কালো কচ্ছপের মূর্তি গাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখে।
৩. গাড়ির মধ্যে শ্রুতিমধুর গান চালালেও পজিটিভ এনার্জি প্রবাহিত হয়।
৪. আপনার গাড়ির মধ্যে একটা ছোট এসেনশিয়াল অয়েলের ভায়াল রাখুন। সুন্দর গন্ধে আপনার যেমন নিজেকে ফ্রেশ লাগবে, তেমন পজিটিভব এনার্জিও বাড়বে।
৫. গাড়ির সিটের তলায় একটা খবরের কাগজ বিছিয়ে, সেখানে কিছুটা রক সল্ট আর বেকিং সোডা মিশিয়ে রাখুন। এটি গাড়ির মধ্যে থেকে নেগেটিভ এনার্জি শুষে নেবে বলে মনে করা হয়।
৬. কিছু ন্যাচরাল স্টোন অথবা ক্রিস্টাল পাথর গাড়ির মধ্যে রাখতে পারেন। বিপদের থেকে রক্ষা করবে বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।
৭. ‘ওম মণি পদ্মে হুম’ লেখা তিব্বতী পতাকা গাড়িতে লাগানো অত্যন্ত শুভ। তিব্বতী পতাকা সমৃদ্ধির প্রতীক। এটি গাড়িতে দেখতে যেমন ভালো লাগে, তেমন গাড়ির জন্য শুভ।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল