বাস্তু মতে ঘরের কোন দিকে ক্যালেন্ডার টাঙানো শুভ ? দেখুন সঠিক উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নতুন বছরের মিষ্টির সঙ্গে পাওয়া যেত একটি করে ক্যালেন্ডার। কিন্তু বর্তমানে সেই প্রবণতা কমায় এখন নিজে থেকে ক্যালেন্ডার কিনে এনে লাগিয়ে থাকি আমরা। এই অতি সাধারণ ক্যালেন্ডার লাগানোরও যে বাস্তু অনুযায়ী সঠিক স্থান রয়েছে, তা জানেন ? বাস্তু অনুযায়ী ক্যালেন্ডার জীবনে গভীর প্রভাব বিস্তার করে থাকে। অনেক সময় নতুন বছর আসা সত্ত্বেও পুরনো ক্যালেন্ডার সরিয়ে দিই না আমরা। পুরনো ক্যালেন্ডার লাগিয়ে রাখাকে শুভ মনে করা হয় না। জীবনের উন্নতিতে বাধা দেয়। বাস্তু শাস্ত্রে ক্যালেন্ডার লাগানোর সঠিক দিক সম্পর্কে জানানো রয়েছে।

কোন দিকে ক্যালেন্ডার লাগাবেন?

বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর, পশ্চিম বা পূর্বের দেওয়ালে ক্যালেন্ডার লাগানো উচিত। ক্যালেন্ডারে হিংস্র পশু, দুঃখী ব্যক্তির ছবি দেওয়া থাকে। এই ধরনের ছবি নেতিবাচক শক্তির সঞ্চার করে। ক্যালেন্ডার বাড়িতে লাগানো উচিত নয়।

পূর্ব দিকে ক্যালেন্ডার লাগালে উন্নতির সুযোগ বৃদ্ধি পায়। পূর্ব দিকের অধিপতি সূর্য। সূর্যের প্রভাবেই ব্যক্তির মধ্যে নেতৃত্ব গুণ বিকশিত হয়। সন্তানের জীবনে উন্নতির পথ প্রশস্ত করে।

উদিত সূর্যের ছবির ক্যালেন্ডার পূর্ব দিকে লাগানো উচিত। নিজের ইষ্ট দেবতা, বাচ্চা ও অনুপ্রেরণামূলক ছবির ক্যালেন্ডার এই দিকের দেওয়ালে টাঙাবেন। আবার ক্যালেন্ডারে লাল ও গোলাপী রঙ বেশি রয়েছে, সেই ক্যালেন্ডারও পূর্ব দিকে লাগাবেন।

কোন দিকে ক্যালেন্ডার লাগানো অশুভ?

কখনও দক্ষিণ দিকে ক্যালেন্ডার লাগাবেন না। বাস্তু মতে এই দিকে ক্যালেন্ডার লাগালে, সুখ-সমৃদ্ধি কমবে। এই দিকে ক্যালেন্ডার লাগালে পরিবারের সদস্যদের উন্নতি বাধিত হয়।

অনেকে আবার দরজার পিছনে ক্যালেন্ডার টাঙিয়ে রাখেন। এটি ভুলেও করবেন না। পরিবারের সদস্যদের স্বাস্থ্য প্রভাবিত হয় এবং তাঁদের আয়ু কমে।

দিক অনুযায়ী লাভ-লোকসান জেনে নিন

১. উত্তর দিক কুবেরের দিক। সবুজ প্রকৃতি, ফোয়ারা, নদী, সমুদ্র, ঝরনার ছবির ক্যালেন্ডার লাগানো উচিত। এ ছাড়াও বিবাহ সংক্রান্ত ছবি, যুবাবস্থার ছবির ক্যালেন্ডারও এদিকে লাগাতে পারেন। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

২. পশ্চিম প্রবাহের দিক। এদিকে ক্যালেন্ডার লাগালে আটকে থাকা কাজও পূর্ণ হতে পারে। কাজে গতি আসে এবং ব্যক্তির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পশ্চিম দিকের কোণা উত্তর দিকে রয়েছে, সেদিকে ক্যালেন্ডার লাগানোর পরামর্শ দিচ্ছে বাস্তু শাস্ত্র। দক্ষিনের সঙ্গে জড়িত কোণে ক্যালেন্ডার লাগানো উচিত নয়।

প্রবেশদ্বারে ক্যালেন্ডার লাগাবেন না। কারণ এর ফলে দরজা থেকে বয়ে যাওয়া শক্তি প্রভাবিত হয়। আবার তীব্র হাওয়ায় সময়ের আগে ক্যালেন্ডারের পাতা উল্টে যেতে পারে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন