বাস্তু মতে বাড়িতে কোন গাছ রাখা শুভ ? আর কোনটা রাখা অশুভ ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দিন দিন পরিবেশ হয়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। দিন দিন পৃথিবী হারাচ্ছে তার ভারসাম্যতা। অনেকেই ভরসা রাখছেন ইন্ডোর প্ল্যান্টের ওপর। যা ঘরকে দূষণমুক্ত রাখার পাশাপাশি বাড়িয়ে তুলবে ঘরের সৌন্দর্য্য। গাছ লাগালে হবে না আগে জানতে হবে বাস্তু শাস্ত্র। কিছু কিছু গাছ আছে যা লাগালে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে ও অর্থালাভ হয়। কিছু গাছ গাছ আছে যার উপস্থিতিতে সংসারে বাড়তে পারে অশান্তি ও দারিদ্রতা।

avilo home

জেনে নিন একনজরে ———-

১. ঘরের ভেতরের সৌন্দর্য্য বাড়াতে ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। বাস্তুবিদদের মতে গাছের উপস্থিতিতে ঘরে অশান্তি ও রোগভোগ লেগেই থাকে। সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

২. বাস্তু মতে বনসাই জাতীয় গাছও ঘরে রাখা উচিত নয়। বাড়ির সুখ-শান্তি নষ্ট করে। পরিবারে সদস্যদের মধ্যে ঝগড়া-অশান্তি লেগেই থাকে।

৩. বাস্তু বিজ্ঞানীদের মতে মানি প্ল্যান্ট গাছের বৃদ্ধি যত বাড়বে ততই সংসারের মঙ্গল হবে। এছাড়াও এই গাছের উপস্থিতিতে সংসারে অর্থের অভাব হয়না।

৪. প্রাচীন কাল থেকেই সকলে জানেন তুলসী গাছের উপকারিতা। ঘরের সুখ শান্তি বজায় রাখতে উত্তর পূর্ব বা পূর্ব দিক করে রাখুন এই গাছ।

৫. বাস্তু শাস্ত্রে হলুদ রং শুভ বলে মনে করা হয়।সকালে ঘুম থেকে উঠে এই গাছ দেখলে মনের চঞ্চলতা দূর হয়। বজায় রাখে সুখ-শান্তি।

৬. সাদা রং সর্বদা শান্তির প্রতীক। তাই ঘরে রাখুন পিস লিলি। নেগেটিভ এনার্জি দূর করে পরিবেশকে শান্ত ও পজিটিভ করে তোলে।

মনকে পজিটিভ রাখতে রুমে রাখুন জুঁই, চাপা, বেলের মতো নানান সুগন্ধ যুক্ত গাছ। রাখতে পারেন রাবার প্ল্যান্ট, অর্কিড, জেড প্ল্যান্ট ও স্নেক প্ল্যান্ট।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন