Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তুশাস্ত্র হল হিন্দুধর্মের অন্যতম প্রাচীন বিজ্ঞান। বাস্তুশাস্ত্রে দিকনির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। এই শাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাড়িতে রাখা প্রতিটি ছোট-বড় জিনিস ব্যক্তির উপরও প্রভাব ফেলে। বাস্তু শাস্ত্রে ঘরের প্রতিটি ছোট থেকে বড় জিনিস রাখার কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে। বাস্তু নিয়ম মেনে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির ছোট ছোট জিনিসের যত্ন নিলে স্বাস্থ্যজনিত সমস্যা এড়ানো সম্ভব। তবে জানুন সেই বিষয় সম্পর্কে —
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
বাড়িতে অকেজো ট্যাপ বা কল থাকলে, অবিলম্বে তা ঠিক করা উচিত। এমনটা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য বলে মনে করা হয়। কারণ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে একটি ফোঁটা কল থেকে জল পড়া মানেই স্বাস্থ্যহানি হওয়া।
বাস্তু শাস্ত্র অনুসারে, সর্বদা দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। ভুল করেও দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না। কারণ এতে সব ধরনের মানসিক চাপে ঘেরা হতে পারেন। তাতে স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে।
অনেকেরই সিঁড়ির নীচে কিছু না কিছু রাখার অভ্যাস রয়েছে। বাস্তুশাস্ত্রে এই নিয়ম সঠিক বলে মনে করা হয় না। কারণ এমনটা করে থাকলে, পরিবারের সদস্যদের উপর অনেক রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। তাই সিঁড়ির নিচ পরিষ্কার রাখার চেষ্টা করুন। মনে রাখবেন যে আপনি যখনই পড়তে বা কাজে বসবেন, তখন মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)