বাস্তু মতে স্থাপন করুন সিদ্ধিদাতা গণেশকে , জীবন হবে সুখময়

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাস্তু পরিবারের সুখ, সমৃদ্ধি, আনন্দ ইত্যাদি বয়ে নিয়ে আসে। আবার এই দোষের কারণে পরিবারের অবনতি দেখা যায়। পারিবারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে অবসাদ, অশান্তি ইত্যাদি লেগে থাকে। এমন পরিস্থিতিতে বাস্তু দোষ দূর করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বাস্তু ও জ্যোতিষ মতে ভগবান গণেশের আশীর্বাদে বাস্তু দোষ দূর করা যায়। বাস্তু মেনে বাড়িতে গণেশ প্রতিমা আনলে এবং স্থাপন করলে বাস্তু দোষ দূর হবে এবং শুভ ফল লাভ করা যাবে।

বাড়ির প্রবেশদ্বার দক্ষিণ দিকে খুললে, চৌকাঠের ওপরে ভিতরে ও বাইরে দুই দিকেই গণেশের চিত্র স্থাপিত করা উচিত। ফলে বাস্তু দোষ দূর হয়। গণেশের ছবি লাগানোর দ্বিতীয় সপ্তাহ থেকে সুফল পাওয়া শুরু করবেন। তবে অধিক বড় বা ছোট চিত্র স্থাপন করবেন না, একটি মাঝারি আকারের রাখুন।

 

শুভ অনুষ্ঠানে প্রবেশদ্বারের ওপরে ঝালর লাগিয়ে থাকি আমরা। অত্যন্ত শুভ মনে করা হয়। আনন্দ, সমৃদ্ধি ও স্বচ্ছতার প্রতীক। বাস্তু দোষ দূর করার জন্য গণেশের ঝালর অত্যন্ত শুভ মনে করা হয়। গৃহ সংক্রান্ত বাস্তু দোষ থাকলে গণেশে ছবি বা আকৃতির ঝালর লাগানো উচিত। বাড়ির প্রবেশদ্বার যাতে নোংরা না-থাকে লক্ষ্য রাখবেন।

ব্যবসায় সমস্যা পারিবারিক আয় কমতে থাকলে বা মন্দার পরিবেশ বজায় থাকলে নিজের ব্যবসায়িক অফিস বা কার্যালয়ের স্বচ্ছ স্থানে প্রতিদিন গণেশের পুজো করুন। গণেশকে স্বস্তিক, পুজোর থালা বা তাম্রপত্রে স্থাপন করে পুজো করবেন। প্রদীপ জ্বালুন বিঘ্নহর্তার সামনে ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান এবং ব্যবসা বিস্তার হবে।

কোনও দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ঘরে বসবাস করতে গেলে প্রথমে সেখানকার পরিবেশ অনুভব করার চেষ্টা করুন। নেতিবাচক ও অশুভ শক্তির উপস্থিতি অনুভব করলে সেই বাড়িতে পূজার্চনা করে দোষ মুক্ত করান। প্রবেশ দ্বারের সামনে গণেশের সুন্দর লম্বা প্রতিমা স্থাপন করুন। বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং বাস্তু দোষ কাটবে এবং ইতিবাচক ও পবিত্র পরিবেশ সৃষ্টি হবে। উল্লেখ্য, নতুন বাড়িতে প্রবেশ করতে গেলে সেখানে গৃহ প্রবেশে লক্ষী ও গণেশ পুজো করান।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন