Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাস্তু মেনে নির্মান করুন নতুন বাড়ি। সকলেই নতুন বাড়ি তৈরি কিংবা ফ্ল্যাট বা অফিস নতুন নির্মাণ ক্ষেত্রে অনেকেই বাস্তু বিচার করে থাকেন। বাস্তুশাস্ত্র মেনে বাড়ি নির্মান করলে জীবনে এবং সম্পদে সর্বদাই মা লক্ষ্মীর আশির্বাদ বিরাজ করে।
তাই এক নজরে বাস্তুর নিয়মাবলী —-
১. নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির সময় পূর্বদিকে খোলা রাখা উচিত। এছাড়াও পড়ার ঘর, পুজোর ঘর, কাজের ঘর পূর্বদিকে করলে, পরিবারের কল্যাণ হয়। আবার বাড়ি তৈরির পর আলমারী, সিন্দুক এমন জায়গায় রাখতে হবে, যাতে সেগুলোর মুখ পূর্বদিক করে খোলা যায়।
আরো পড়ুন :- রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে দমদার বক্তব্য দিলেন মোদী !
২. আপনার বাড়ির পশ্চিম দিকে স্টোর রুম, সিঁড়ি বা জলের ট্যাংক , টয়লেট রাখা যেতে পারে।
৩. এটা সর্বদাই মাথায় রাখবেন যে উত্তর দিককে ধনরাজ কুবের দিক হিসাবে ধরা হয়। তাই বাড়ির এইদিকে টাকা পয়সা রাখার স্থান করলে, পরিবারের অর্থলাভ হয়। তবে ভুল করেও এদিকে শৌচালয় বা বা জলের ট্যাংক বানাবেন না। নোংরা ফেলবেন না।
৪. আপনার বাড়ির দক্ষিণ দিক হল মৃত্যুরাজ যমের দিক। তাই এদিকে কখনই খাবার জিনিস অথবা গুরুত্বপূর্ণ কোন জিনিস রাখা উচিত নয়।
৫. বাড়ির উত্তর পূর্ব কোন বা ঈশান দিককে মহাদেবের দিক হিসাবে ধরা হয়। তাই শাস্ত্রমতে বাড়ির এই দিকে কোন সমস্যা হলে নানা সমস্যা আসতে বলে মনে করা হয়। তাই এই দিকও পরিষ্কার রাখুন।
আরো পড়ুন :- অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর কারণ ! চাঞ্চল্যকর দাবি গবেষণায়
৬. বাড়ির দক্ষিণ পূর্ব দিককে অগ্নিদেবের দিক হিসাবে গণ্য করা হয়। এই দিকে কখনই স্নানাগার, শৌচালয় করতে নেই।
তাই মেনে চলুন ছোট্ট কিছু টিপস আর ভালো থাকুন।
Highlights
1. বাস্তু মেনে নির্মান করুন নতুন বাড়ি
2. তাই মেনে চলুন ছোট্ট কিছু টিপস আর ভালো থাকুন
#বাস্তু #Tips #Astro Tips #Life Style