Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাড়ির অন্দরমহলের এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। কারও কাছে অবসরের স্থান, কারও কাছে চুটিয়ে আড্ডা দেওয়া বা টেলিভিশন দেখার জায়গা। কেউ আবার দিনের শুরুটা করেন ড্রয়িং রুমে বসে চা বা কফির কাপে চুমুক দিয়ে। অনেক গুরুত্বপূর্ণ কাজ এখানে বসেই হয়। বাড়ির এই অংশটিতে এসে বসেন বাইরের অতিথি। তাই অনেকেই সাজিয়ে-গুছিয়ে রাখতে ভালবাসেন। বিশেষ করে আলমারি, শো-কেস, টেলিভিশন। বাস্তু বিশেষজ্ঞদের মতে দিক মেনে এই জিনিস গুলি ড্রয়িং রুমে রাখা প্রয়োজন।
তাহলে কিভাবে সাজাবেন আপনার ড্রয়িং রুম ——
১. বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আলমারি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। আর এমন ভাবে রাখা উচিত যাতে তার দরজা উত্তর দিকে খোলে। এতে সুখ ও শান্তি বজায় থাকবে।
২.বর্তমানে ল্যান্ডলাইন ফোনের চল প্রায় নেই বললেই চলে। তবে কিছু বাড়ির ড্রয়িংরুমে এখনও শৌখিনতার বশে ল্যান্ডলাইন ফোন দেখা যায়। তাহলে দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। আর ফোনের কাছে জলের কোনও পাত্র রাখবেন না।
৩. টেলিভিশন আবার অনেক বাড়িতে বসার ঘরে থাকে। সিনেমা, সিরিয়াল বা খেলা দেখতে পছন্দ করেন অনেকেই। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন টিভি দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত।
৪. তবে ড্রয়িং রুমের দেওয়ালে যদি ঘড়ি রাখেন তাহলে তা দক্ষিণ দিকে রাখবেন না। এমনটা জানাচ্ছেন বাস্তু গবেষকরা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন কমছে। এই অবস্থায় আরও বেশি করে সচেতন হন। মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।