Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তুশাস্ত্র অনুসারে ধন সম্পদের দেবতা কুবের সর্বদা উত্তর দিকে অবস্থান করেন। তাই ঘরের উত্তর দিকে আপনি কিছু বাস্তু টিপস মেনে কাজ করলে জীবনেও টাকার অভাব হবে না। যেমন কোনও লকার রাখলে কুবের দেবের কৃপায় কখনোই অর্থের অভাব হয় না, বরঞ্চ সর্বদা পূর্ণ থাকে লকার। জীবনে ধনী হওয়ার জন্য, উত্তর দিকে দেওয়ালে বা সিংহাসনে ছবি রেখে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করা উচিত। এছাড়াও, সন্ধ্যায় উত্তর দিকে একটি ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে। এটি করলে আপনি কখনোই অর্থের অভাব অনুভব করতে পারবেন না।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
এছাড়াও দেব-দেবীরা উত্তর-পূর্ব কোণে বাস করেন, তাই মন্দির সর্বদা উত্তর-পূর্ব কোণে তৈরি করা উচিত। এই কারণে ভগবানের কৃপায় ঘর সর্বদা সম্পদে ভরে যায়। এছাড়াও, মনে রাখতে হবে বাড়ির উত্তর অংশে ভারী জিনিস রাখবেন না বা আবর্জনা সংগ্রহ করবেন না।
বাড়ির উত্তর দিকে মানি প্ল্যান্ট, ক্র্যাসুলা প্ল্যান্টের মতো গাছ রাখাও খুব শুভ। এতে করে টাকা চুম্বকের মতো ঘরে টেনে নিয়ে যায়। বাড়িতে সর্বদা অর্থের প্রবাহ থাকে। পরিবারের সদস্যরা চাকরি ও ব্যবসায় অগ্রগতি পাবেন।
বাড়ির উত্তর দিকে রান্নাঘর তৈরি করা শুভ। এর ফলে ঘরে কখনও খাবারের অভাব হয় না। বাড়ির লোকজন সব সময় সুস্থ থাকে। এছাড়াও বাড়ির লোকের চিন্তাভাবনা ইতিবাচক থাকে।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)