বাড়িতে সদর দরজা তৈরির সময় মানুন কিছু টিপস ! নয়তো বিপদে পড়বেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে দরজা তৈরির সময় মানুন কিছু টিপস ! সমস্ত মানুষই তাঁর মনের মত করে সাজায় তাঁর নিজের বাড়ি। কিন্তু বাড়ি সাজাতে গিয়ে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। কারণ বাস্তু অনুযায়ী সঠিক নিয়মে বাড়ি না সাজালে অনেক সমস্যা দেখা যায়। বাস্তু মতে দিক শুভ হলেও ঘরের যে কোন জিনিস যেকোন দিকে রাখা মোটেই শুভ নয়। তা বাস্তু অনুযায়ী রাখা উচিত।

তা নাহলে শুভ শক্তি বাড়িতে প্রবেশে বাঁধা পায়। চলুন আজ দেখে নিন , দশটি দিকের মধ্যে কোন দিকটি বাস্তুমতে কতখানি শুভ বা অশুভ —–

১.  বাস্তু মতে দক্ষিণ পশ্চিম দিক বাড়ির সদর দরজা নির্মানের জন্য অত্যন্ত অশুভ এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে। তবে বেডরুম হিসেবে দক্ষিণ পশ্চিম দিকটি ব্যবহার করা যেতে পারে।

২. বাস্তু মতে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় শুভ শক্তি। এটি গ্রহ শুক্রের দিক বলে পরিচিত। যদি বাড়ির কোন দরজা দক্ষিণ পূর্ব দিকে তৈরী করা হয় তবে সেই পরিবারের মহিলাদের রোগ ব্যাধির সম্ভাবনা অনেক বেড়ে যায়।

আরো পড়ুন :- আপনার মনের মানুষকি আপনার জীবন সঙ্গী হবে , জানুন কি বলছে জ্যোতিষ শাস্ত্র

 

৩. যদি এই দিকটিতে শৌচালয় বা জলের ট্যাংক থাকে সেটা বিপদজনক হতে পারে পরিবারের ক্ষেত্রে। অর্থাৎ গৃহে অশান্তি আরও বেশ কিছুটা বাড়তে পারে। পাশাপাশি সদ্য বিবাহিতদের সন্তান ধারণে বাঁধা পড়তে পারে।

তাই দরজার দুপাশে গায়েত্রী মন্ত্র বা ওং লিখে রাখা যেতে পারে।

Highlights

1. বাড়িতে দরজা তৈরির সময় মানুন কিছু টিপস !

2. তাই দরজার দুপাশে গায়েত্রী মন্ত্র বা ওং লিখে রাখা যেতে পারে

#Vastu #Astro Tips

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন