Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে ? আপনার বাড়িতে কি পোকা মাকড় উপদ্রব করে ? বাড়ির কোনা-ঘুপচি ছাড়াও জামাকাপড় রাখার জায়গা, আলমারি কিংবা রান্নাঘরে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। তার সাথে মানতে হবে কিছু নিয়ম। তাই ঘরোয়া উপায়ে দূর করুন পোকা মাকড়।
এক নজরে উপায় গুলি —-
১. আপনি এক কাপ বেসন, এক চামচ বোরিক পাউডার, অল্প চিনি অল্প জলে গুলে ছোট লেই তৈরি করে রোদে শুকিয়ে নিন। তারপর বিছানা বা আলমারির তলায় রাখুন। আরশোলার উপদ্রব হবে না।
২. আপনি ঘরের কোনায় জমে থাকা ঝুল, খাটের নিচের ধুলা, সোফার কোনের ময়লা পরিষ্কার করে নিন। এটি নিয়মিত করবেন এতে রোগ ব্যাধিও হবে না।
৩. বাড়িতে পোকামাকড় কমাতে এক কাপ নারিকেল তেলে কর্পূরের গুঁড়া মিশিয়ে বিছানা বা আলমারির তলায় বা কোনায় দিয়ে রেখে দিন।
আরো পড়ুন :- পূজা আসছে ! ঘরের দেয়ালের তেলচিটে দাগ তুলুন ঘরোয়া উপায়ে
৪. এছাড়াও আপনি আর একটা সহজ উপায় করতে পারেন যেমন কয়েক টুকরা কর্পূর আধ কাপ জলে ভিজিয়ে ঘরের এককোনে রেখে দিন। মশা-মাছির উপদ্রব অনেক কমে যাবে।
৫. বাড়িতে পিঁপড়ার উপদ্রব কমাতে দরজা ও জানালায় বোরিক পাউডার রাখুন। বিছানা বা আলমারির তলায় নিমপাতা রাখুন, পোকামাকড় আসবে না।
৬. আপনি পারলে গরম জলে কেরোসিন তেল মিশিয়ে খাটের তলায় ও ঘরের কোনে স্প্রে করুন। পোকার উপদ্রব কমবে।
৭. বাড়িতে নোংরা ফেলতে সবসময় ঢাকনা দেওয়া ডাস্টবিন ব্যবহার করুন। মাছির সমস্যা দূর হবে।
এই সব ছোট ছোট উপায়ে বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কমান।
Highlights
1. বাড়িতে পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে ?
2. ছোট ছোট উপায়ে বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কমান
#Tips #Life Style #Health #Home