বাড়িতে রাখুন এই সকল গাছ , হবে আর্থিক উন্নতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে রাখুন এই সকল গাছ। আপনি কি ভাগ্য ফেরাতে চান ? ফেরাতে চান আর্থিক স্থিতি । জোতিষদের কাছে গিয়ে অর্থ কড়চা করে কিছু হচ্ছে না। কিন্তু অনেকেই হয়তো জানে না, খুব স্বল্প খরচে জীবনে সৌভাগ্য ডেকে আনা যায়। এমন কিছু গাছ আছে যা বাড়িতে রাখলে আপনার জীবনে সৌভাগ্যের আসবেই।

এক নজরে দেখে নিন সেই সব গাছের নাম  —–

১. মানা হয় ঘরে যদি ফুল যুক্ত ক্যাকটাস থাকে তাহলে আপনি কোনো সুখবর পাবেন। অবশ্য এই নিয়ে নানা মহলে মতবিরোধও আছে। কারও মতে বাড়িতে একদম ক্যাকটাস রাখা উচিত নয়।

২. সারা পৃথিবী জুড়ে পিস লিলিকে সৌভাগ্যের প্রতীক মানা হয়। জীবনে  সৌভাগ্য আনা ছাড়াও এই গাছ বাড়ির ভেতর উপস্থিত ক্ষতিকারক টক্সিক গ্যাস নির্মূল করতেও সাহায্য করে।

৩. তুলসী গাছকে আমরা পূজা করি। এই গাছের পাতা অত্যন্ত পবিত্র এবং ওষধি হিসেবেও কাজে লাগে । বাড়ি থেকে নেগেটিভ এনার্জি তারায় তাছাড়া আর্থিক ভাবে উন্নতি করে।

৪. জীবনে সৌভাগ্য ছাড়াও ঘরে ভালো এনার্জি নিয়ে আসে জুঁই ফুল গাছ। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক  এবং মানসিক সম্পর্ককে আরো পাকা করে।

৫. গোলাপ গাছ প্রেম ভালবাসা এবং সৌভাগ্যকে আকর্ষিত করে। গোলাপের বিভিন্ন রঙ বিভিন্ন এনার্জিকে আকর্ষণ করে ।

যেমন সাদা রং-র গোলাপ আপনার মন বিশুদ্ধ করবে এবং অসুস্থ হলে তাকে দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করে। আবার লাল রঙের গোলাপ ভালোবাসা কে ডেকে আনে।

Highlights

1. বাড়িতে রাখুন এই সকল গাছ

2. লাল রঙের গোলাপ ভালোবাসা কে ডেকে আনে

#Life Style #Astrology #Astrotips #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন