Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাড়িতে রাখুন পঞ্চমুখী হনুমানের ছবি ! শাস্ত্রে বলা আছে বজরংবলী হনুমান তাঁর সকল ভক্তদের সকল প্রকার বাধা থেকে রক্ষা করেন। এছাড়াও রাহু , কেতু এবং শনি গ্রহের খারাপ প্রভাব থেকে সকলকে রক্ষা করেন। তাই তার ছবি গুলি বাড়িতে রাখলে আমাদের ইতিবাচক শক্তি দেয়। তবে ঠাকুরের তার ছবি ঘরে রাখার অনেকগুলি বিধি রয়েছে।
এক নজরে দেখুন পঞ্চমুখী হনুমানের ছবি রাখার নিয়ম —-
১. আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানের ছবি নেতিবাচক বা খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়।
২. আপনার বাড়ির ঠাকুর ঘরে বজরঙ্গবলীর এমন একটি ছবি রাখা উচিত যাতে তিনি তাঁর প্রভু ভগবান রামের সেবায় মগ্ন আর সেই ছবি রাখলে বাড়িতে কোন টাকার অভাব হয় না।
৩. ঠাকুর ঘরে লাল পোশাক বা ধূতি পরা হনুমানের ছবি রাখলে বাড়িতে পড়াশোনায় বাচ্চাদের উন্নতি করে।
৪. তবে সঞ্জীবনীর সঙ্গে হনুমান উড়চ্ছেন সেই ছবি বাড়ির জন্য শুভ মনে করা হয় না। তাই এটি রাখবেন না।
৫. এছাড়াও মনে রাখবেন বজরঙ্গবলীর এমন ছবি দেখা কারোর উচিত নয় যাতে তাঁর বুক চিরে ফেলা হতে দেখা যায়।
৬. কোন একটি ছবিতে হনুমান ভগবান রাম ও লক্ষণকে তাঁর কাঁধে রেখেছিলেন সেই চিত্রটি স্থাপন করা উচিত।
৭. আপনার ঘরে রাম দরবারের ছবি রাখলে আপনার পরিবারে ভালবাসা ও সম্প্রীতি বাড়ে।
তবে পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধা মতো যে কোনো দিকেই রাখতে পারেন। এই সকল বিষয় গুলি মেনে চলুন আর ভালো থাকুন।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)