Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১০১ টি নিয়মের মধ্যে ২০ টি নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। বাকি আরো নিয়ম গুলো পরবর্তী আর্টিকেল এ দেওয়া হবে।
১) প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয়।।
২) প্রধান দরজার কাছে কোনও জলের উৎস রাখা ঠিক হবে না।।
৩) ঘরের দরজা বা জানলার রঙ কালচে হওয়া ঠিক নয়।।
৪) বাড়ির কোনও কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না।।
৫) বাড়ির প্রধান দরজার সামনে কোনও মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না।।
৬) বাড়ির মধ্যে ভাঙা কাচের কিছু রাখবেন না। এটি অশুভ মানা হয়।।
৭) বেডরুমে আয়না রাখবেন না।।
৮) ড্রেসিং টেবিল একদম বিছানার মুখোমুখি রাখা ঠিক হবে না।।
৯) সাদা অর্কিড গাছ বাড়িতে লাগালে ভালবাসা বাড়ে মানুষদের মধ্যে।।
১০) রান্নাঘরে রান্না করার সময়ে মনে রাখবেন যিনি রান্না করছেন তাঁর মুখ যেন পূর্ব দিক করে থাকে।।
১১) পূর্ব দিকে মুখ করে খাবার খান। এতে হজম ক্ষমতা বাড়বে।।
১২) বিবাহিত মহিলাদের ঘর উত্তর- পশ্চিম দিকে হওয়া উচিৎ।।
১৩) যে সব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান।।
১৪) বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন।।
১৫) সব সময়ে বাড়িতে শঙ্খ রাখা উচিৎ।।
১৬) বাড়িতে বিয়েবাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতে নেই।।
১৭) অফিসে আপনার কেবিন দক্ষিণ- পশ্চিম দিকে হওয়া উচিৎ।।
১৮) অফিসে উত্তর- পূর্ব দিক করে কাজ করা উচিৎ।।
১৯) রান্নাঘরের সিঙ্ক সব সময়ে উত্তর দিকে থাকা উচিৎ।।
২০) রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিৎ পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে।।
—————————————————————————-
সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912