Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১০১ টি নিয়মের মধ্যে ১৫ টি নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। বাকি আরো নিয়ম গুলো পরবর্তী আর্টিকেল এ দেওয়া হবে।
১) উত্তর-পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিৎ নয়।।
২) দক্ষিণ- পূর্ব দিকে কখনই রান্নাঘর হওয়া উচিৎ নয়। এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয়।।
৩) দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিৎ নয়।।
৪) বেডরুম কখনই দক্ষিণ- পশ্চিম দিক করে করতে নেই। এতে অশান্তি বাড়ে।।
৫) বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিৎ।।
৬) বাড়ির বড়দের ছবি সব সময়ে দক্ষিণ দিকে রাখা উচিৎ।।
৭) খাওয়া হয়ে যাওয়ার পর সিঙ্কে অনেকক্ষণ বাসন রাখা উচিৎ নয়। এতে বাড়ির দারিদ্র্য প্রকাশ পায়।।
৮) মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয়।।
৯) বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে।।
১০) প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিৎ।।
১১) প্রত্যেক দিন ইষ্ট দেবের সামনে প্রার্থনা করুন।।
১২) ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয়।।
১৩) বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধী গাছের চারা লাগান। এটি শুভ মানা হয়।।
১৪) প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন।।
১৫) প্রধান দরজার কাছে আপনি গনেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন।।
———————————————————————–
সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912