Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি এলাকায়। এই হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। বহু মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল। শনিবার সকালে সামশেরগঞ্জ পৌঁছায় প্রতিনিধি দলটি। প্রথমেই যায় হিংসা অধ্যুষিত এলাকা বেতবোনায়। প্রতিনিধি দলটিকে সামনে পেয়েই কান্নায় ভেঙে পড়লেন এলাকার মহিলারা। তাঁরা শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগ।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
গতকালই রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলটি। এদিন তাঁরা গিয়েছিলেন মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। সেখানে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের ঘরছাড়ারা। প্রতিনিধি দলে ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। আজ বিজয়া রাহাতকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি পৌঁছায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। বেতবোনায় তাঁরা পৌঁছতেই ঘিরে ধরেন সাধারণ বাসিন্দারা। মহিলা কমিশনের প্রতিনিধি দলের সামনেই মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়েন দুর্গতরা। তাঁরা বর্ণনা দেন গত কয়েকদিনে কীভাবে হামলা হয়েছে হিন্দুদের ওপর। দুর্গতরা জানান, সংখ্যালঘুরা এলাকার ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে দিয়েছে। বাড়িঘর ছেড়ে মানুষজন ক্যাম্পে দিন কাটাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, পুলিশ এখন এলাকায় আছে। এখনও থমথমে পরিস্থিতি এলাকায়। এরপর বাহিনী পুলিশ চলে গেলে কী হবে? সেই আশঙ্কায় দিন কাটাছেন বাসিন্দারা। ওই এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও এদিন তোলা হয়েছে।
এদিন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। তাঁরা ঘুরে গিয়ে সব রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট মন্ত্রকে। এলাকায় বিএসএফ ও সিআরপিএফ আছে। বাহিনী নিরাপত্তার দিক খতিয়ে দেখছে। সেই কথা বলেও দুর্গতদের এদিন আশ্বস্ত করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন