বিক্রি হচ্ছে কলকাতার সাউথ সিটি মল ! কারা কত টাকায় কিনছে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার সাউথ সিটি শপিং মল বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন প্রায় 3,500 কোটি টাকায় এই মলটি কেনার জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে । যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে কলকাতার ইতিহাসে অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট লেনদেন ।

2008 সালে চালু হওয়া দক্ষিণ কলকাতার এই বিলাসবহুল শপিং মলটি পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র । 12.5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই মলটিতে রয়েছে 150টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের দোকান ৷ সাউথ সিটি মল তৈরি হয়েছিল ইমামি গ্রুপ, মার্লিন গ্রুপ, পার্ক চেম্বারস গ্রুপ, শ্রাচী গ্রুপ, যুগল কিশোর খেতাবাদ এবং রাজেন্দ্র কুমার বাচাওয়াতের মতো কলকাতার প্রথম সারির রিয়েল এস্টেট সংস্থাগুলির কনসোর্টিয়ামের মাধ্যমে । প্রতিদিন 30 থেকে 40 হাজার মানুষের পদধূলি সেখানে পড়ে ৷ আর প্রতি উইকেন্ডে 75 হাজার থেকে দেড় লাখ মানুষ এখানে আসেন । এরকম একটা লাভজনক সংস্থা কেন মার্কিন সংস্থার হাতে চলে যাওয়ার উপক্রম হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন ।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

বলাই বাহুল্য, কলকাতার বাজারের দিকে নজর পড়ছে বিশ্বের উন্নত দেশগুলির । ব্যবসায়িক দিক থেকে সাউথ সিটি মল কলকাতার অন্যতম লাভজনক শপিং মলগুলির মধ্যে অন্যতম । বর্তমানে এটি বার্ষিক 1,800 কোটি টাকারও বেশি লেনদেন করে । এই মলে বিশাল পরিসরের পার্কিং সুবিধা রয়েছে, যেখানে একসঙ্গে 1,250টি গাড়ি রাখা সম্ভব।

সূত্রের খবর, মলটির বর্তমান মালিকানায় থাকা ডেভলাপারদের কনসোর্টিয়াম ইতিমধ্যেই ব্ল্যাকস্টোনের সঙ্গে আলোচনায় নেমেছে । এই মুহূর্তে সম্পত্তির আর্থিক ও আইনি যাচাই পর্ব চলছে । সবকিছু ঠিক থাকলে, আগামী 15 দিন থেকে দুই মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে ।

ব্ল্যাকস্টোন ইতিমধ্যেই ভারতের 14টি শহরে 18টি শপিং মল পরিচালনা করছে । তবে কলকাতার বাজারে এটি তাদের প্রথম বড় বিনিয়োগ হতে চলেছে । ভারতের অফিস স্পেস ও হোটেল শিল্পে ব্ল্যাকস্টোন ইতিমধ্যেই 1.7 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে । রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি সফল হলে, কলকাতার খুচরা বাজারে এটি একটি বড় পরিবর্তন আনতে পারে ।

সাম্প্রতিক বছরগুলিতে কলকাতার রিয়েল এস্টেট বাজার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষত খুচরা ও বাণিজ্যিক ক্ষেত্রে । শহরের অন্যান্য শপিং মলগুলির তুলনায় সাউথ সিটি মল অত্যন্ত লাভজনক হওয়ায়, ব্ল্যাকস্টোনের মতো বিশ্ব বিনিয়োগকারীদের নজর কেড়েছে । এই বিনিয়োগের ফলে মলটির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আসতে পারে, যা ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে ।

বিশেষজ্ঞদের মতে, কলকাতার বাজারে ব্ল্যাকস্টোনের প্রবেশ নতুন রিয়েল এস্টেট বিনিয়োগের পথ খুলে দিতে পারে । ইতিমধ্যে অন্যান্য বড় আন্তর্জাতিক সংস্থারাও শহরের শপিং মল ও বাণিজ্যিক সম্পত্তির দিকে আগ্রহ দেখাচ্ছে । এখন দেখার বিষয়, চূড়ান্ত পর্যায়ের আলোচনার পর এই বিনিয়োগ চুক্তি সফল হয় কি না । যদি হয়, তবে এটি হবে কলকাতার সবচেয়ে বড় রিয়েল এস্টেট চুক্তি, যা শহরের বাণিজ্যিক পরিসরে এক নতুন দিগন্ত উন্মোচন করবে । এবিষয়ে প্রতিক্রিয়া পেতে অন্যতম শেয়ারহোল্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, প্রতিবেদন লেখা পর্যন্ত তা করা যায়নি ৷

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন