বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন ! আক্রমণে উপরাষ্ট্রপতি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই নির্দেশের তীব্র সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এই রায়কে ‘উদ্বেগজনক’ বলে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভারত কখনই এমন গণতন্ত্রের জন্য তৈরি হয়নি যেখানে বিচারকরা আইন প্রণেতা, নির্বাহী বিভাগ এবং এমনকি সুপার পার্লামেন্ট হিসেবেও কাজ করবেন। রাজ্যসভা ইন্টার্নদের একটি দলকে সম্বোধন করে তিনি প্রশ্ন তোলেন, ‘সাম্প্রতিক রায়ে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? দেশে কী ঘটছে?’

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

গত সপ্তাহে, শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ রায় দিয়েছে যে, সংবিধানের ২০১ অনুচ্ছেদের অধীনে যখন একজন রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য একটি বিল পাঠান, তখন তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কোনও বিল এই সময়সীমার পরেও ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে।  এই রায়টি তামিলনাড়ুর রাজ্যপালের দীর্ঘ নিষ্ক্রিয়তা এবং রাজ্য বিলগুলিতে সম্মতি আটকে রাখার সমালোচনা করে সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের অংশ।  ধনখড় বলেন, ‘রাষ্ট্রপতিকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, এবং যদি তা না হয়, তাহলে তা আইনে পরিণত হবে।’

ধনখড় বিচারবিভাগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেন,‘ভারতীয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ দেশের শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দিয়েছে। কিন্তু সেই ক্ষমতাকে গণতন্ত্রের বিরুদ্ধে ‘পারমাণবিক ক্ষেপণাস্ত্র’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ধনকড়ের খোঁচা, ‘এখন থেকে তা হলে বিচারপতিরাই আইন প্রণয়ন করবেন, সংসদীয় কাজকর্ম করবেন। তাঁদের কোনও জবাবদিহি করতে হবে না। কারণ তাঁদের উপর আইন প্রযোজ্য হবে না।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন