‘বিচারব্যবস্থাকে সম্মান করি, রায় মানতে পারছি না’: মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিচারব্যবস্থাকে সম্মান করি, রায় মানতে পারছি না’। ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায় নিয়ে এদিন এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই বিজেপির লক্ষ্য বলে এদিন তোপ দাগেন মমতা। বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই বিজেপির (BJP) লক্ষ্য। এর বিরুদ্ধে আইনি পথে লড়াই হবে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন। আমি ফেসবুকে তাঁর উক্তি দেখেছি। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি আমরা দায়ী। আপনারা যখন প্রথমে কেস করলেন, একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য? সরকারকেও ভাবতে দিলেন না।’ এদিন শীর্ষ আদালতর সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিতেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায় ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন মন্ত্রী সুকান্ত মজুমদার। তারই প্রেক্ষিতে এদিন নবান্নে এমনটা বলেন মুখ্যমন্ত্রী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন