‘বিছানায় এটা রেখো বাবা…’, সইফের সুরক্ষায় কী উপহার দিলেন ছোট্ট জ়েহ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হামলার পর প্রথম মুখ খুললেন অভিনেতা সইফ আলি খান। মধ্যরাতে জ়েহ-র ঘরে প্রবেশ করে দুষ্কৃতী। সেই দিন রাতের ভয়াবহ ঘটনা এখনও ভুলতে পারছে না পরিবার। তবু সব কিছুর মাঝেই সেই রেশ কাটিয়ে উঠতে চাইছে পরিবার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, তাঁর দুই পুত্র তৈমুর ও জ়েহ কতটা চিন্তিত বাবার সুরক্ষা নিয়ে। এমনকী, দুষ্টু লোককে শায়েস্তা করার জন্য ছোট ছেলে জ়েহ একটি নতুন পথও বাতলেছেন সইফকে।

সইফের কথায়, সে দিন যে ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশ করেছিলেন তৈমুরের তাকে দেখে কষ্ট হয়। তৈমুর ক্ষুধার্ত একজন মানুষকে ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিল। সইফও প্রাথমিক ভাবে তেমনটা ভাবলেও, পরে মনে হয়েছে, এই ব্যক্তি কী ভাবে ছুরিকাঘাত করেছেন তাঁকে। মেরে ফেলতেও চেয়েছিলেন। তাই এমন মানুষের শাস্তি পাওয়া উচিত বলেই মনে করেন অভিনেতা।

আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

তবে এদিনের ঘটনায় তাঁর সন্তানদের ভূমিকা অবাক করেছে অভিনেতাকে। রাতে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছেলেদের তাঁর জন্য ভাবনায় মুগ্ধ সইফ। বাবার নিরাপত্তায় জ়েহ তাঁকে একটি প্লাস্টিকের ছুরি উপহার দিয়েছে। এমনকী ছুরিটি বিছানার পাশে নিয়ে ঘুমাতেও বলেছে সইফকে। যাতে কেউ এলে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকেন তাদের বাবাও। সইফের কথায়, তৈমুর নিরাপত্তার ব্যাপারে খুব চিন্তিত। সইফের সেই রাতের কথা স্মরণ করে বলেন, করিনা চিৎকার করে বাড়ির সহায়িকাকে জ়েহকে নিরাপদে ওই ঘর থেকে বের করে আনতে বলছিল। আতঙ্কিত অবস্থায় করিনা গাড়ির জন্যও চিৎকার করতে থাকেন। সেই সময় সইফের পিঠে ব্যথা শুরু হয়। তখন করিনা সিদ্ধান্ত নেন, জ়েহকে তাঁর বোনের বাড়িতে পাঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে।

তবে এই ঘটনায় সইফ কাউকে দোষারোপ করতে নারাজ। বলেন, ‘আমি ওই দিন ভালো করে তালা বদ্ধ করিনি। তাই আমি এর জন্য নিজেকেই দোষারোপ করি। কিন্তু আমি ভাবিনি যে, এটা ঘটতে পারে। আমার কাছেও একটা বন্দুক ছিল। লাইসেন্সও আছে। ভাগ্যক্রমে, আমার কাছে আর ওটা নেই। থাকলে আমি জানি না কী হত সে দিন।’

আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?

আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন