‘বিজেপির হয়ে কাজ করছেন কংগ্রেস নেতারা ! চিন্তায় রাহুল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কংগ্রেসের কিছু নেতা (Congress Leaders) বিজেপির (BJP) হয়ে কাজ করছেন। শনিবার গুজরাটে (Gujarat) এক দলীয় অনুষ্ঠান থেকে এমনই গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। এমনকি প্রয়োজনে ৩০-৪০ জন কংগ্রেস নেতাকে দল থেকে বরখাস্ত (Sacked) করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন রাহুল।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বিজেপি শাসিত গুজরাটে কংগ্রেসের সংগঠন মজবুত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাহুল। গুজরাট সফরের দ্বিতীয় দিনেই রাহুল অভিযোগ তোলেন, গুজরাটে কংগ্রেস নেতাদের একাংশ গোপনে বিজেপির হয়ে কাজ করছে। রাহুল বলেন, ‘গুজরাটের কংগ্রেস কর্মীদের মধ্যে দুই ধরণের মানুষ রয়েছে। এক যারা জনগণের জন্য লড়াই করে, তাঁদের সম্মান করে এবং হৃদয়ে কংগ্রেসের আদর্শ ধারণ করে। আর কয়েকজন যারা জনগণের থেকে বিচ্ছিন্ন এবং তাঁদের সম্মান করে না, তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে।’

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

এরপরই বিজেপির হয়ে কাজ করা কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, ‘যদি আমাদের গুজরাটের জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, তাহলে দু’টি জিনিস করতে হবে। প্রথম কাজ হল এই দু’টি দলকে আলাদা করা। এমনকি এর জন্য যদি আমাদের ১০, ১৫, ২০, ৩০, ৪০ জনকে অপসারণ করতে হয়, আমরা তা করতেও প্রস্তুত।’

রাহুলের এই মন্তব্যের পালটা জবাব দিতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুলকে কটাক্ষের সুরে বলেন, ‘রাহুল গান্ধি নিজের দলকেই নির্মমভাবে ট্রোল করেছেন। তাঁর একটু দ্বিধাবোধ করা উচিত ছিল।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়া যদি শিল্প হয়, তাহলে রাহুল গান্ধি হলেন শিল্পী। তিনি ৯০+ নির্বাচনে হেরেছেন। আপনি বিজেপির সবচেয়ে বড় সম্পদ। আপনি কি নিজে বিজেপির সঙ্গে জড়িত?’ ‌

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন