লোকসভা আসন বিজেপির দখলে। বিধানসভা কেন্দ্রটি খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের হাত ধরল রাজ্যের শাসকদল। তবে কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপিকে হারাতে পারল না তৃণমূল। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ‘মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতি’-র নির্বাচনে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।
এদিন ওই সমবায় সমিতির ৪২টি আসনে ভোটগ্রহণ হয়। বিজেপি ৪২টি আসনেই লড়াই করে। কংগ্রেস ও তৃণমূল ‘সমবায় ঐক্য মঞ্চ’ গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ৪১টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। আর ১টি আসনে লড়াই করে কংগ্রেস। সিপিআইএম সমর্থিত প্রার্থীরা ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।