‘বিজেপি না জিতলে বাংলায় হিন্দু বাঙালিরা থাকবে না’, আর কি বললেন মিঠুন দা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mithun in bjp

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হিন্দু ভোট এককাট্টা করলেই রাজ্যে বিজেপি সরকার গঠন হবে বলে দাবি করলেন অভিনেতা ও বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। তাঁর মুখে এসেছে বর্তমান বাংলাদেশের প্রসঙ্গও। বৃহস্পতিবার নিউ বারাকপুর থানা সংলগ্ন বসন্ত মিলন উৎসবে যোগ দেন মিঠুন। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন,’আমাদের একটা কারণে জিততে হবে। বাংলাদেশ দেখিয়েছে যে… যদি আমরা না জিততে পারি, তাহলে পশ্চিমবঙ্গে কোনও হিন্দু বাঙালি থাকবে না। আমি আপনাকে বলতে পারি যে আমরা না জিতলে হিন্দু বাঙালিরা টিকতে পারবে না। কারণ তারা প্রস্তুত এবং অপেক্ষা করছে, বলছে যদি তারা আবার জিততে পারে, তাহলে তারা আমাদের শেষ করে দেবে। তাই অন্য কিছু না ভেবে, জিতুন। আমি X বা Y পছন্দ করি না। জেতার পর এটা করবেন। কিন্তু এখন প্রার্থীকে জিতিয়ে দিন, দলকে জিতিয়ে দিন। এটাই আমাদের জন্য লাভজনক হবে।’ মিঠুন আরও বলেন, ‘এখনও ৯ শতাংশ মানুষ আমাদের ভোট দেয় না। এবার আমাদের ভোট দিন, এটা অস্তিত্বের লড়াই। আমি অনুরোধ করছি এবার ভোট করুন।।

আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO

তবে, মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বাংলাদেশের কথা তুলে বাংলায় অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ‘ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের চেষ্টা চলছে। মিঠুন এই কথা মুম্বইয়ে গিয়ে বলতে পারবেন? বাংলাদেশের কথা বলে এই রাজ্যের কোনও অশান্তি চেষ্টা হলে তা এ রাজ্যের মানুষ সহ্য করবে না।’

হিন্দু ভোট এককাট্টা করতে ইতিমধ্য়েই মাঠে নেমে পড়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি একাধিক জেলা, শহরতলিতে পড়েছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টার। বার্তাটা পরিষ্কার যে বিধানসভা ভোটের আগে সব হিন্দু একজোট হও। পাশাপাশি এবার রামনবমীকে কাজে লাগাতে চাইছেন রাজ্য বিজেপি নেতারা। অনেকেই দাবি করেছেন, এবার বড় করে রামনবমী হবে, তারপর হনুমান জয়ন্তী। ৬ এপ্রিল অন্তত ১ কোটি মানুষকে পথে নামানোর চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। একধাপ এগিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ রামনবমী নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন। খড়গপুরে রামনবমীর দিন মিছিল করার কথা ঘোষণা করেছেন তিনি। দিলীপ বলেন, ‘রামনবমীর দিন অস্ত্র নিয়ে বেরোব আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে। ব্রিটিশরাও বন্ধ করতে পারেনি, পাঠানরাও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান তাহলে এদেরও ছুঁড়ে ফেলা হবে।’

আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন