Bangla News Dunia, Pallab : বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ভিডিও দেখাচ্ছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
মমতার কথায়, ‘বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। কিছু গোদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বিজেপির উসকানিতে পা দেবেন না। কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন।’
আম্বেদকরের তৈরি সংবিধান মানা হচ্ছে না বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ প্রসঙ্গে মমতা বলেন, ‘ওয়াকফ নিয়ে প্ররোচনামূলক কথা হয়েছে। বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে।’ সংবিধানকে ছিন্ন-বিচ্ছিন্ন করা হচ্ছে বলেও এদিন জানান মমতা। তাঁর কথায়, ‘তৃণমূল বিধায়কদের বাড়িতে হামলা হয়েছে। তৃণমূলের (TMC) পার্টি অফিসে হামলা হয়েছে।’ মমতা বলেন, ‘কোনওরকম উসকানিমূলক কথা বলতে আসিনি।’ সর্ব ধর্মে বিশ্বাসী বলে এদিন জানান তিনি। এদিনের কর্মসূচি ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসে পৌঁছেছেন ইমাম-মোয়াজ্জেমরা।