Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বিজেমূল কাঁটা বিধেছে আলিমুদ্দিন। শীর্ষ নেতৃত্বের তোপের মুখে বঙ্গ সিপিএম। সোশ্যাল মিডিয়ায় দেখে কেন পার্টি ‘বিজেমূল’ শব্দ প্রচারে তুলে ধরল ? সূর্যকান্ত মিশ্রদের ভর্ৎসনার সুরে প্রশ্ন করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আর তাঁর রুদ্রমূর্তি দেখেই ‘বিজেমূল’ শব্দ ব্যবহার ভুল হয়েছে বলে বৈঠকের শুরুতে স্বীকার করে নিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বিজেপি ও তৃণমূলকে এক সারিতে বসিয়ে বিরোধিতা ভুল হয়েছিল, তাও স্বীকার করে নেন সিপিএম রাজ্য সম্পাদক।
বৃহস্পতিবার বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির পথ অনুসরণ করে রাজ্য ও এরিয়া কমিটির সব সদস্যদের নিদির্ষ্ট বয়সসীমা বেঁধে দেয় আলিমুদ্দিন। যদিও বিষয়টি নিয়ে বৈঠকে বাদানুবাদ হয় বলে সূত্রের খবর। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। গত বিধানসভা ভোটে চূড়ান্ত ভরাডুবির পর সংগঠনের বদল করার সিদ্ধান্ত নেয় পার্টি শীর্ষ নেতৃত্ব। রাজ্য পার্টির সদস্যদের বয়সসীমা ৭০ ও এরিয়া কমিটির সদস্যদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরে বেঁধে দেওয়ার কথা ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বৈঠকে প্রসঙ্গ উত্থাপন করতে ক্ষোভে ফেটে পড়েন একাধিক রাজ্য কমিটির সদস্য। সংগঠনের নেতৃত্বে নতুন মুখ অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রবীণ ও নবীন মুখের ভারসাম্য বজায় না রাখলে সংগঠনের ক্ষেত্রে ক্ষতিকর হবে বলেই মনে করছেন তাঁরা। ২০০৮ সাল থেকে পার্টির রক্ত ক্ষরণ অব্যাহত রয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সাংগঠনিক প্লেনাম হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। মূলত প্লেনামে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়িত না হওয়ার ফলেই পার্টির করুণ দশা। ফলে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের তোপ দাগেন রাজ্য কমিটির একাধিক সদস্য।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল