বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এক বেসরকারি টিভি চ্যানেলের বিতর্কসভায় (Debate) যোগ দিয়েছিলেন মহাকুম্ভের ভাইরাল ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং। আর সেখানে গিয়েই আইআইটি বাবাকে মারধরের অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডায় (Noida) ওই টিভি চ্যানেলের স্টুডিওতে।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

সূত্রের খবর, শুক্রবার বিতর্কসভা চলাকালীন গেরুয়া পোশাক পরা কয়েকজন আচমকাই নিউজরুমে ঢুকে পড়েন। ভেতরে ঢুকেই প্রথমে আইআইটি বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। এরপর তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরই সেক্টর ১২৬-এর (Sector 126) থানার বাইরে প্রতিবাদে ধর্নায় (Protest) বসেন আইআইটি বাবা। যদিও পরবর্তীতে পুলিশ এসে আশ্বাস দিলে তিনি প্রতিবাদ প্রত্যাহার করে নেন। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে ঢুকেই গেরুয়া পোশাকধারী ব্যক্তিরা আইআইটি বাবার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। এদিকে উত্তেজনা বৃদ্ধি পেতেই স্টুডিও ছেড়ে যাওয়ার চেষ্টা করেন আইআইটি বাবা। তবে ঝগড়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

প্রসঙ্গত, চলতি বছরের মহাকুম্ভে এসেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন এই আইআইটি বাবা। আইআইটি বম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তবে চাকরিতে মন টেকেনি বলে সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন আইআইটি বাবা। পাকিস্তানই ম্যাচ জিতবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু ভুল প্রমাণিত হয় তাঁর ভবিষ্যদ্বাণী। উলটে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। এরপরই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তীব্র কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। যদিও বিপাকে পড়তেই উলটো সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। তখন তিনি দাবি করেছিলেন যে, তিনি মনে মনে জানতেন ভারতই জিতবে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মারধরের শিকার হলেন আইআইটি বাবা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন