Bangla News Dunia, Pallab : ‘পেশাদার’ ও ‘মার্জিত’ পোশাক পরতে হবে কর্মীদের। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। বিতর্কের ঝড় ওঠায় বৃহস্পতিবার সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন
এদিন ব্যাংকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে অফিসের সময় পেশাদার ও মার্জিত পোশাক পরার পরামর্শ দেওয়ার বিষয়ে বিভিন্ন বিভাগীয় সভায় আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা কোনও সার্কুলারও জারি করা হয়নি।’