বিদেশের বুকে রথযাত্রা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রাচীন কালে ভারতে সৌর, শাক্ত, বৈষ্ণব, জৈন, বুদ্ধ, হিন্দু প্রায় সব ধর্মের মানুষই রথের উৎসবে সামিল হতেন। ওড়িশায় আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম, সাম্প্রদায়িক হানাহানি ভুলে মানুষ এই মিলন মেলায় যোগ দিয়ে রথ টানেন ও রথ দেখেন। এমন সব ধর্মের মিলিত প্রয়াস আর কোনো উৎসবে দেখা যায় না। ইসকনের চেষ্টায় প্রবাসে রথযাত্রা ব্যাপক সাড়া ফেলেছে যা খুবই জনপ্রিয়

আরও পড়ুন : ঘরে ঢোকা সাপ বিষধর কিনা বুঝবেন কীভাবে ? এই বিষয়গুলি মাথায় রাখুন

ভারতেই শুধু নয়, ইউরোপের সিসিলি দ্বীপে ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় যীশুর মূর্তি নিয়ে রথযাত্রা উৎসব। ব্যাঙ্ককে বুদ্ধের রথযাত্রা উৎসব আজও জনপ্রিয়। এছাড়া লন্ডন, টোকিও, ওয়াশিংটন, সানফ্রানসিসকো, প্যারিস প্রভৃতি স্থানে রথযাত্রা উৎসব প্রায় জাতীয় উৎসবে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ফের ধূসর তালিকায় ঠাঁই হবে পাকিস্তানের! পহেলগাঁও নিয়ে কড়া বিবৃতি দিল এফএটিএফ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন