Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবারও দেশের সেরা বাংলা। এবার তাপবিদ্যুৎ উৎপাদনে নজির গড়ল পশ্চিমবঙ্গ। দেশের 201টি তাপবিদ্যুৎ প্রকল্পের মধ্যে কাজের দক্ষতার নিরিখে শীর্ষ স্থান দখল করল রাজ্যের সাঁওতালডিহি বিদ্যুৎ কেন্দ্র। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের মানুষের উদ্দেশে তাঁর বার্তা, “আমরাই আবার সেরা ৷ পশ্চিমবঙ্গ ফের প্রমাণ করল, আমরা এগিয়ে। এই কৃতিত্ব বাংলার মানুষের। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।”
কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সম্প্রতি দেশের সমস্ত তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মদক্ষতা বিচার করে যে বার্ষিক তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে— রাজ্যের সাঁওতালডিহি কেন্দ্রের উৎপাদনের হার দাঁড়িয়েছে 94.38 শতাংশ। এই হার দেশের মধ্যে সর্বোচ্চ। কেবল সাঁওতালডিহিই নয়, দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে রাজ্যের আরও তিনটি বিদ্যুৎ প্রকল্প। বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র 93.3 শতাংশ উৎপাদনের হার নিয়ে তালিকায় দ্বিতীয়। সাগরদিঘি চতুর্থ (90.86 শতাংশ) এবং বান্দেল নবম স্থানে (89.62 শতাংশ) রয়েছে।
আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন
এই সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলেছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সামগ্রিক কর্মদক্ষতা। সংস্থার গড় উৎপাদনের হার 88.9 শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই নিরিখে তারা পিছনে ফেলে দিয়েছে বহু অভিজ্ঞ ও প্রভাবশালী সংস্থাকে। বিশেষজ্ঞদের মতে, এই অভূতপূর্ব সাফল্যের পিছনে রয়েছে দক্ষ পরিচালনা, পরিকাঠামোয় নিয়মিত উন্নয়ন এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে এমন ধারাবাহিক উন্নতি বাংলাকে দেশের বাকি অংশের কাছে এক নতুন মানদণ্ড স্থাপন করতে সাহায্য করছে।
রাজ্য প্রশাসনের মতে, এই কৃতিত্ব কেবল একটি বিভাগের নয়— এটি বাংলার। শিল্পবান্ধব পরিকাঠামো গঠনের ক্ষেত্রে এই সাফল্য আগামী দিনে আরও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন