Bangla News Dunia, Pallab : West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় মোট 28 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
আমরা আপনাদের আবেদন করতে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, জন্য এই প্রতিবেদনে WBPDCL এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তার প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা মনোযোগ সহকারে পড়লে আপনারা খুব সহজেই এখানে আবেদন করে ফেলতে পারবেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদনটি সম্পূর্ণটা পড়ে নিয়ে এখানে আবেদন করে ফেলুন চাকরির জন্য।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
নিয়োগকারী সংস্থা : West Bengal Power Development Corporation Limited (WBPDCL)
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 28টি পদে। সেগুলি হলো –
- Consultant (HR & Legal) Under PPJH
- Consultant (IR & Legal) Under DPDH
- Agent Unde DPDH
- Agent Under GBWB
- Agent Under TEWB
- Manager Under GBWB
- Manager Under PPJH
- Jr. Consultant (IR) Under BNBW
- Jr. Consultant (HR) under PPJH
- Jr. Consultant (Welfare) Under GBWB ইত্যাদি।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী।চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদনকারী প্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ টা দেখে নিতে পারেন।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 94,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদ রয়েছে 28টি।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তারজন্য সবার আগে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন শুরু | 17.02.2025 |
আবেদনের শেষ তারিখ | 08.03.2025 |
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !