বিদ্যুৎ বেচে আয়ের নয়া পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের, জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিদ্যুৎ বিক্রি করে আয়ের বিকল্প রাস্তা খুলতে চাইছে রাজ্য। ’৮০–’৯০–এর দশকে রাজ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং ছিল স্বাভাবিক ঘটনা। খবরের কাগজে রোজ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জানানো হতো, কোথায় কখন লোডশেডিং হবে। জোগানের সেই ভাটা কাটিয়ে বাংলা এখন বিদ্যুতে স্বনির্ভর। অর্থাৎ, বিদ্যুতের চাহিদা পূরণে সমস্যা নেই। এ বার আয়ের স্থায়ী উৎস হিসেবে বিদ্যুৎকে পাখির চোখ করতে চলেছে রাজ্য।

পিপিপি মডেলে পশ্চিমবঙ্গে চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ওই চারটি কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করে রাজকোষে তহবিল আনতে চায় তারা। পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের তরফে এ ধরনের উদ্যোগ নজিরবিহীন। বেশ কয়েক বছর আগে মহারাষ্ট্রে এ ধরনের মডেলে একটি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

গত মাসেই পিপিপি মডেলে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ ইউনিট তৈরি করতে জেএসডব্লিউ গোষ্ঠীকে বরাত দিয়েছে রাজ্য। প্রকল্পের জন্য জমি দেবে রাজ্য। সেখানে জেএসডব্লিউ গোষ্ঠী ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ২০৩০ সালের মধ্যে দু’টি তাপবিদ্যুৎ ইউনিট গড়ে তুলবে। উৎপাদিত বিদ্যুতের পুরোটা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ইউনিট প্রতি ৫.৪৫ টাকায় কিনে নেবে।

শালবনির পাশাপাশি বক্রেশ্বরে দু’টি ৮০০ মেগাওয়াট এবং সাঁওতালডিহি ও দুর্গাপুরের ডিপিএল–এ দু’টি ৬৬০ মেগাওয়াটের ইউনিট পিপিপি মডেলে গড়ে তোলার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল)। জমি এবং অ্যাশ পন্ড ও কোল হ্যান্ডলিং প্লান্ট–এর মতো কিছু পরিকাঠামো দেবে পিডিসিএল। আর সম্পূর্ণ লগ্নি করে ইউনিটগুলি গড়ে তুলবে এক বা একাধিক বেসরকারি সংস্থা। তবে ওই চারটি ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ কেনার আপাতত কোনও পরিকল্পনা রাজ্যের নেই।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন