Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারের (West Bengal Government) তরফে গত কয়েক বছরে একাধিক প্রকল্প খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার জেরে খরচ বাড়লেও আয়ের উৎস সেভাবে না বাড়ায় রাজ্য চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছে মমতা সরকার, এমনটাই অভিযোগ করছেন বিরোধীদের একটা বড় অংশ। এমতাবস্থায়, রাজ্যে উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগটা ব্যবহার করে বাকি উদ্বৃত্ত অংশ বেচে রোজগারের নতুন পথ তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, বেচে যাওয়া বিদ্যুৎ দিয়েই মোটা অর্থ রোজগারের পরিকল্পনায় রয়েছে সরকার পক্ষ।
আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা
রোজগার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পরিকল্পনা
সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আগামী বছরগুলিতে রাজ্যে 4 থেকে 5টি তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ার পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে এই কেন্দ্রগুলি নির্মাণের জন্য খরচ হিসেবে যে প্রয়োজনীয় অর্থ লাগবে তা তোলা হবে সাধারণত পিপিডি মডেলে। মনে করা হচ্ছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে রাজ্যজুড়ে বিদ্যুতের যোগান দেওয়ার পাশাপাশি বেঁচে যাওয়া বিদ্যুৎ বিক্রি করে তা দিয়ে রোজগারের বিকল্প পথ খুঁজছে রাজ্য সরকার।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি
কয়েকটি রিপোর্ট বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি রাজ্যজুড়ে বিদ্যুতের চাহিদা পূরণ ও উপরন্তু বিদ্যুৎ বিক্রি করে রোজগার করার পরিকল্পনা বহু আগে আগে থেকেই ছিল পশ্চিমবঙ্গ সরকারের। বলা হচ্ছে, এই পরিকল্পনা ছাড়াও বিনিয়োগকারী বেসরকারি সংস্থাগুলি থেকে বিদ্যুৎ বিক্রি করার পর উপার্জিত অর্থের লভ্যাংশ যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাও করতে চাইছে মমতা সরকার।