Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাকি আর ৭ মাস। তারপর বেজে যাবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের বাজনা। কিন্তু এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে আগামী চব্বিশের লোকসভার সেমিফাইনাল নিয়ে। দেশের সবচেয়ে বড় রাজ্যে কার পাল্লা ভারী ? যোগীর নেতৃত্বা ধীন বিজেপির এখন কি অবস্থান ? অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির বা মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির ? নাকি প্রিয়াঙ্কা বা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসেরই বা কি অবস্থা ?
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যোগীর BJP-কে সমানে সমানে টক্কর দিয়েছে অখিলেশের সপা। যদিও, বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপির ক্ষমতার কাছে হার মানতে হয়েছে সমাজবাদী পার্টিকে। মায়াবতী সেই ভাবে কোন প্রচারে না থাকলেও দলিত , আদিবাসী এবং মুসলিমদের মধ্যে তাঁর কিছুটা জনপ্রিয়তা আছে। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়াই করার চেষ্টা করছে কংগ্রস। এসবের মধ্যে এখনও উত্তরপ্রদেশে সবচেয়ে জনপ্রিয় দল বিজেপিই। অন্তত TIMES NOW-C-Voter-এর করা সমীক্ষা বলছে।
TIMES NOW-C-Voter অনুযায়ী উত্তরপ্রদেশের ৪৩.১ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করছেন। দ্বিতীয় স্থানে আছে ২৯.৬ শতাংশ মানুষ ভরসা রাখছে সমাজবাদী পার্টির উপর। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন হলে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে গেরুয়া শিবির। তৃতীয় স্থানে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির উপর ভরসা রাখছেন মাত্র ১০.১ শতাংশ মানুষ। ৮.১ শতাংশ ভরসা রাখছেন কংগ্রেসের উপর।
মুখ্যমন্ত্রী পদে ৪২.২ শতাংশ উত্তরপ্রদেশ বাসীর পছন্দ যোগী আদিত্যনাথ। অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী পদে পছন্দ ৩২.২ শতাংশ মানুষ। মায়াবতীকে ১৭ শতাংশ মানুষ। প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা মাত্র ২.৯ শতাংশ। সব দিক থেকেই বিরোধী শিবিরের চেয়ে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “