বিধ্বংসী অগ্নিকাণ্ড, মেয়ের সামনেই পুড়ে মৃত্যু মায়ের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিধ্বংসী অগ্নিকাণ্ড। মেয়ের সামনেই পুড়ে মৃত্যু হল মায়ের! মাকে বাঁচাতে গিয়ে ঝলসে গুরুতর জখম মেয়ে। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা (Lalgola) এলাকার ঘটনা। মৃতার নাম, সরিফা বিবি (৪২)। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College & Hospital) চিকিৎসাধীন মৃতার কন্যা আজিকা খাতুন।

আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলার বাসিন্দা অইজুল শেখের বাড়িতে প্রথম আগুন লাগে। গোয়ালঘরে গবাদি প্রাণীদের বাঁচাতে ছুটে যান অইজুলের স্ত্রী সরিফা বিবি। কিন্তু সেইসময় আগুন ভয়াবহ রূপ নেয়। ফলে গোয়ালঘর থেকে আর বের হতে পারেননি সরিফা বিবি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। চিৎকার শুনে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে যান। ততক্ষণে প্রতিবেশীদেরও তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকলকে খবর দেওয়া হলেও অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকায় পৌঁছায় তারা। দমকল পৌঁছোলে উত্তেজিত জনতা ক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক মহম্মদ আলি, ভগবানগোলার এসডিপিও বিমান হালদার। পুলিশের নেতৃত্বে শুরু হয় উদ্ধারকাজ। চারটি বাড়ির কোনও কিছুই অবশিষ্ট নেই। মৃতার স্বামী অইজুল শেখ বলেন, ‘আগুন আমার স্ত্রী সহ সবকিছু পুড়িয়ে খেলো। মেয়েটাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’ শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন