Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমান স্ট্রিমিং প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় মাধ্যম Netflix Subscription পাওয়ার জন্য নানান ধরনের অফার খোঁজেন দর্শকরা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিনিময়ে এর সাবস্ক্রিপশনের জন্য টাকা খসাতে হয়। কিন্তু এখন সেসব চিন্তা অতীত। কারণ Airtel, Jio, VI-এর মতো টেলিকম সংস্থাগুলি একেবারে ফ্রিতে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দিচ্ছে। এখন জেনে রাখা দরকার, কিভাবে এই অফার পাবেন।
Free Netflix Subscription Offer
আপনি যদি ওয়েবসিরিজের পোকা হন আর আপনি যদি স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে Netflix সিরিজ দেখতে ভালবেসে থাকেন, তাহলে এই অফার আপনার জন্য। ভাবছেন কোন অফারের কথা বলা হচ্ছে? Airtel, Jio, VI এর তরফে নতুন একটি অফার চালু হয়েছে। বলা যায়, এই অফার একটি কম্বো অফার।
যেখানে একটি নির্দিষ্ট অংকের টাকা পে করলে তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ হচ্ছে আর তার সঙ্গে আপনার এক টাকাতে বেশ অনেকগুলি সুবিধাও পাওয়া যাচ্ছে। এই টেলিকম সংস্থা গুলি তাঁদের প্রিপেইড ও পোস্ট পেইড অফারের সঙ্গে নেটফ্লিক্স সাবসক্রিপশন দিয়ে থাকে। আর যেহেতু বহু সংখ্যক মানুষ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চান, তো এই অফারগুলি দিয়ে গ্রাহক টানা সম্ভব হয়।
১) Jio Free Netflix Subscription Offer
মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তাদের 1799 টাকার ও 1299 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দিয়ে থাকে। এর সঙ্গে 5G আনলিমিটেড ডেটা, JioTV এবং 90 দিনের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশনও পাবেন। আর যদি পোস্টপেইড প্ল্যানের কথা বলা হয়, তাহলে জেনে রাখুন 749 টাকার এবং 1549 টাকার প্ল্যানের সাথেও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়া হয়।
২) Airtel Free Netflix Subscription Offer
এয়ারটেলের একটি বিশেষ রিচার্জ প্ল্যানে দেওয়া হয় ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। এটি হল 1798 টাকার প্রিপেইড প্ল্যান। এই প্ল্যান 84 দিনের জন্য উপলব্ধ। এতে আপনি প্রতিদিন 3GB করে ডেটা, তার সঙ্গে আনলিমিটেড কল ও 100 এসএমএস পাচ্ছেন। আর নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এছাড়াও পাচ্ছেন অ্যাপোলো 24/7 সার্ভিস ও ফ্রি হ্যালোটিউনস। আরেকটি প্ল্যানের বিষয়ে জেনে নিন। সেটি হল 1399 টাকার এবং 1749 টাকার পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান। এতেও আপনি পাচ্ছেন জিও হটস্টার -এর সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন।
৩) VI Free Netflix Subscription Offer
জিও ও এয়ারটেলের মত ভোডাফোন আইডিয়া ফ্রি নেটফ্লিক্স সাবসক্রিপশন দিয়ে থাকে। এদের 1599 টাকার ও 1198 টাকার প্রিপেইড প্ল্যানে পাচ্ছেন নেটফ্লিক্স (টিভি+মোবাইল) সাবস্ক্রিপশন। এর সঙ্গে হাফ-ডে আনলিমিটেড ডেটা ও উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও পাবেন। এছাড়া আছে 1201 টাকার REDX পোস্টপেইড প্ল্যান। এতে আনলিমিটেড ডেটা, 3000 এসএমএস এবং Amazon Prime ও JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।
উপসংহার: অতএব আপনার যদি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফ্রিতে পেতে ইচ্ছে হয় তবে আর দেরি না করে উক্ত টেলিকম কোম্পানিগুলির নামকরা এই রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিন। এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আরো বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:- মেয়েরা ছেলেদের থেকে কানে শোনে বেশি, কারণটা জেনে নিন