বিনা পুঁজিতে মহিলাদের জন্য দারুন ব্যবসা, প্রতিমাসে ইনকাম ৩০ হাজার টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান দিনে বেশিরভাগ বাড়ির মহিলারাই ফ্রি থাকেন। তাই সেই সমস্ত মহিলাদের জন্য এবার নিয়ে আসা হয়েছে দারুন একটি ব্যবসার আইডিয়া যেখানে। বিনা খুজিতে বা স্বল্প কিছু পুঁজি লাগিয়ে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। তাহলে ঘরে বসে না থেকে যদি আপনি বাড়িতে বসেই মোটা টাকা ইনকাম করতে পারেন তাহলে এই সুযোগ হাতছাড়া কেন করবেন। কি এই আইডিয়া এবং কিভাবে আপনারা এই ব্যবসা শুরু করবেন চলুন আজকের প্রতিবেদনে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেব।

বর্তমান দিনের সমগ্র বিশ্ব পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। তাই বর্তমানে পরিবেশবান্ধব জিনিস বেশি ব্যবহার করা হচ্ছে যেটি খুব সহজেই পচনশীল হয় এবং প্লাস্টিক ব্যাগকে বলা হয় পরিবেশের নীরব ঘাতক। কারণ এগুলি পচে মিশে যেতে কয়েকশো বছর লেগে যায় এবং মাটির উর্বরতা নষ্ট করে দেয় এর ফলে পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবং উদ্ভিদ ও গাছপালা জন্মাতে পারেনা। এর পাশাপাশি প্লাস্টিক নদী, খাল ও সমুদ্রে গিয়ে জলজ প্রাণীর জীবন বিপন্ন করে তোলে। তাই বর্তমান দিনে প্লাস্টিক ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

তাই বর্তমান দিনের ছোট থেকে বড় সমগ্র দোকানে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ বা Paper Bag–এর ব্যবহার দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সব জায়গাই বর্তমান আপনি এই পেপার ব্যাগ দেখতে পাবেন। দোকানপাট, শপিং মল, বেকারি, কাপড়ের দোকান থেকে শুরু করে বড় ব্র্যান্ডের শোরুম পর্যন্ত—সব জায়গাতেই এখন কাগজের ব্যাগ বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও আরো কঠোর নিয়ম জারি করে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার করলে দোকানদারদের মোটা টাকা জরিমানা দিতে হবে ফলে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি কমে যেতে চলেছে সমগ্র ভারতবর্ষ থেকে। এর ফলে নতুন উদ্যোক্তাদের জন্য Paper Bag Making Business হয়ে উঠেছে লাভজনক ও ভবিষ্যতসমৃদ্ধ একটি ব্যবসা। তাই আপনি যদি বাড়িতে বেকার বসে থাকেন তাহলে দিনে কিছু সময় কাজ করে পেপার কাটিং ব্যাগ বানিয়ে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন মাসে মাসে। তাহলে কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং কিভাবে টাকা উপার্জন করবেন? চলুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক।

কেন পেপার ব্যাগ ব্যবসা লাভজনক?

বর্তমান দিনের সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি দোকান থেকে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাই প্লাস্টিকের বিকল্প হওয়ার জন্য এর চাহিদা বহু গুনে বেড়ে গিয়েছে। এই ব্যবসা শুরু করতে আপনার তেমন কোন পুঁজি দরকার নেই অল্প কিছু টাকা বিনিয়োগ করেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই আপনি এই ব্যবসা থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। এই ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে কিন্তু সেই অনুপাতে পেপার ব্যাগ তৈরি হচ্ছে না বাজারে। সুতরাং, যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য পেপার ব্যাগ ব্যবসা একটি স্মার্ট সিদ্ধান্ত হতে পারে।

পেপার ব্যাগ তৈরির জন্য যা যা প্রয়োজন

এই ব্যবসা শুরু করার জন্য খুব বড় জায়গার দরকার হয় না। একটি ছোট ঘর বা ছোট্ট একটু বারান্দার মত জায়গা হলেই আপনি কাজ শুরু করতে পারেন। আপনারা এই ব্যবসা হাতেই তৈরি করতে পারবেন তাই তেমন বড় কোন জায়গা লাগবে না। তবে আপনি যদি আপনার ব্যবসাটাকে বড় করতে চান এবং মেশিন ও স্টক রাখার ব্যবস্থা করতে চান তাহলে আপনার মেশিন ও স্টক রাখার জন্য ন্যূনতম ২৫০–৩০০ বর্গফুট জায়গা থাকা ভালো।

যন্ত্রপাতি ও কাঁচামাল

  1. আপনারা প্রথম অবস্থায় যদি মেশিন কিনতে না চান তাহলে হাত দিয়ে পেপার কাটিং করে আপনারা এই ব্যাগ তৈরি করতে পারবেন। এজন্য আপনার কোন পুঁজির দরকার হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারবেন।
  2. তবে পেপার কাটিং মেশিন – প্রাথমিক পর্যায়ে আপনি ম্যানুয়াল কাটিং মেশিন কিনেও কাজ শুরু করতে পারেন। এই মেশিনের দাম খুব বেশি নয় অল্প টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এই মেশিনের দাম ৫০০০ টাকা থেকে পাওয়া যায়।
  3. অটোমেটিক পেপার ব্যাগ মেশিন – আপনি যদি আপনার এই ব্যবসাটাকে বড় করতে চান এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে বড় পরিসরে কাজ করতে হবে, তবে অটোমেটিক মেশিন কিনতে পারেন।
  4. ব্যাগ জোড়া লাগানোর জন্য আপনাকে গাম বা আঠা কিনতে হবে।
  5. প্রিন্টিং মেশিন (ঐচ্ছিক) – আপনি যদি আপনার ব্র্যান্ড বানাতে চান তাহলে আপনি প্রিন্টিং মেশিন কিনতে পারেন তবে এটি না করলেও চলবে। এটি করতে গেলে আপনার খরচ অনেকটা বেড়ে যাবে। আর আপনি যদি প্রফেশনাল ভাবে এই ব্যবসা করে মোটা টাকা উপার্জন করতে চান তাহলে লোগো বা ডিজাইন প্রিন্ট করার জন্য প্রিন্টিং মেশিন কিনতে পারেন।
  6. কাঁচামাল – ক্রাফট পেপার, রঙিন পেপার, নিউজপ্রিন্ট পেপার ইত্যাদি।

অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতেই পারলেন এই ব্যবসায় প্রচুর চাহিদা রয়েছে এবং এই ব্যবসা ছোট থেকে শুরু করে বড় করেও করতে পারবেন এবং এখানে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি বিনা পুঁজিতে এবং আপনি যদি কিছু খুঁজি লাগিয়ে মেশিন কিনে নিতে পারেন তাহলে আপনি আরো বেশি টাকা উপার্জন করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন