Bangla News Dunia, Pallab : অবশেষে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar)। সোমবার সুকান্ত পৌঁছে যান সামশেরগঞ্জে। সেখানে গিয়ে দেখা করেন ঘরছাড়াদের সঙ্গে। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন। শোনের ঘটনার দিনের কথা এবং বর্তমানে তাঁরা কেমন আছেন, কীভাবে দিন কাটাচ্ছেন সবটা। অসহায় মানুষগুলি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
দুর্গতদের সঙ্গে কথা বলার পর কার্যত হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলেন, ‘রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি ছিল, এলাকায় স্থায়ী বিএসএফ (BSF) ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। আমি রাজ্য সরকারকে আবেদন করব, এখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার রাজ্য যাতে কেন্দ্রের কাছে আবেদন করে।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘চিফ সেক্রেটারিকে আমি নিজে আমার প্যাডে চিঠি লিখব, ৫৬ খানা দোকান মালিককে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য।’
অন্যদিকে, ঘরছাড়া এক মহিলা কান্না ভেজা গলায় বলেন, ‘সারা রাত তাণ্ডব চলেছে। ঘরবাড়ি সব শেষ। কিচ্ছু নেই। কী করে বাঁচব আমরা? পুলিশ যে কোনও পদক্ষেপই করেনি। আমরা কেঁদে কেঁদে মরে গিয়েছে। পুলিশ সব জানে, তাও পুলিশ একটি বারের জন্যও আসেনি। আমরা যখন মারা যাব, তখন কি পুলিশ (Police) আসবে?’
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।