Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময় পর পর কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে। ফলে বহু রাশিতে সুপ্রভাব ও লাভের মুখ দেখা যায়। ১২ বছর বাদে গুরুর এক বিশেষ বক্রী অবস্থানের ফলে একাধিক রাশির মানুষ লাভের মুখ দেখতে শুরু করবেন। আসন্ন সময়ে দেব গুরু বৃহস্পতির হাত ধরে আসতে চলেছে বিপরীত রাজযোগ। তার ফলে বহু রাশিতে লাভের মুখ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তবে বিভিন্ন রাশির মধ্যে ৩ টি এমন রাশি রয়েছে যাদের জীবনে ধনলাভ ও কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। এঁরা পাবেন মান সম্মান। দেখে নেওয়া যাক, লাভবান রাশি কারা কারা ?
আরো পড়ুন :- শুরু হয়েছে “পুরুষোত্তম মাস” ! জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু টিপস
১. মীন: অর্থ সম্পত্তি অধিক প্রাপ্তির যোগ রয়েছে এই সময়কালে। এই সময় আকস্মিক ধন সম্পত্তি পেতে পারেন আপনারা। প্রাপ্তির নতুন নতুন দিক খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই সময়। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হতে পারে।
২. সিংহ: এই সময় পাবেন ভাগ্যের সঙ্গত। আপনার সমস্ত ইচ্ছার পূরণ হবে। এই সময় ধর্ম কর্মে হবে রুচি। কোথাও পড়াশোনার জন্য বিদেশে যেতে পারেন। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁদের পরিশ্রমে কমতি আসবে না। পরিশ্রমের ফল পাবেন।
৩. মিথুন: এই রাশির মানুষেরা আর্থিক দিক থেকে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। আর্থিক দিক থেকে এই সময় খুবই ভালো কাটবে। পুরনো বিনিয়োগ থেকে পাবেন লাভ। ব্যবসায়ে হবে ভালো আয়। যার ফলে ঘরে আসবে লাভের টাকা।
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)