Bangla News Dunia, Pallab : বিধ্বংসী ঝড়ে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হল আমেরিকায়। আহত হয়েছেন বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একাধিক টর্নেডো দেশটির ৬টি রাজ্যে আঘাত হেনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, ঘরের চাল ভেঙে পড়েছে। বড় ট্রাক উলটে আছে। ফের ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টিতে মিসৌরি, আরকানসাস, টেক্সাস, ওকলাহোমা, কানসাস ও মিসিসিপিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে গাছপালা উপড়ে পড়েছে। বাড়িঘরের চাল উড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ৬টি রাজ্যের ১ লক্ষ ৮৫ হাজারের বেশি বাসিন্দার বাড়িতে বর্তমানে বিদ্যুৎ নেই।
ঝড়ে শুধুমাত্র মিসৌরিতেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবার আরকানসাসে আহত হয়েছেন ২৯ জন। ঝড়ের কারণে ওকলাহোমায় দাবানল মারাত্মক আকার নিয়েছে। প্রাণহানিও ঘটেছে। প্রশাসনের তরফে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। ফের ঝড়ের পূর্বাভাস থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।