Bangla News Dunia, দীনেশ :- ভূমিকম্পে (Myanmar Earthquake) বিপর্যস্ত মায়ানমার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৯৪ জন। জখম ১,৬০০-এর বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারে (Myanmar) ক্ষমতাসীন জুন্টার তরফে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। কম্পনের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। ভূমিকম্পে বিপর্যস্ত ব্যাঙ্ককও (Bangkok)।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
এই পরিস্থিতিতে তহবিল বিতর্ক দূরে সরিয়ে মায়ানমার ও থাইল্যান্ডকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটস হাউস। সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সাহায্য পাঠাচ্ছি মায়ানমারে।’
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠিয়েছে ভারতও। মায়ানমারে ১৫ টন ত্রাণ পাঠাচ্ছে ভারত। বায়ুসেনার সি-১৩০ এয়ারক্র্যাফ্ট হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে মায়ানমারের উদ্দেশে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু-ইট মিল সহ আরও অনেক সামগ্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আগেই জানিয়েছিলেন, ভারত সবরকম সাহায্যের জন্য প্রস্তুত।
🇮🇳India has dispatched 15 tonnes of relief material to Myanmar following yesterday’s earthquake.
The relief package includes essential supplies such as tents, sleeping bags, blankets, ready-to-eat meals and generator sets. pic.twitter.com/EZucFzgPDV
— All India Radio News (@airnewsalerts) March 29, 2025
ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। ভূমিকম্পে বিপর্যস্ত ব্যাঙ্ককেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গতকাল থেকেই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। স্থানীয়দের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?