Bangla News Dunia, অজয় দাস :- বর্তমান সময়ের অনিমিত জীবন যাপন মানুষের বিভিন্ন রোগ সৃষ্টির কারণ। এছাড়াও এই অনিমিত জীবন যাপন ও খাওয়া দাওয়ার ফলে সময়ের আগেই যৌবন চলে যাচ্ছে। তবে মানুষ এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন উপায় করে থাকে .এর জন্য মানুষ বিভিন্ন ঔষধ ও কসমেটিক্স প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কিছুদের জন্য রূপ – যৌবন ধরে রাখলেও তা দীঘস্থায়ী হয় না।
আপনার রূপ যৌবন ধরে রাখতে ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে থানকুনি পাতা। থানকুনি পাতা সাধারণত একটু জলা জায়গায় বা স্যাঁতসেতে জায়গায় হয়ে থাকে। অনেকে আবার থানকুনি পাতা সকালে খালিপেটে চিবিয়ে খান , অনেকে থানকুনি পাতা বাটা করে গরম ভাতের সাথে খান।
কিন্তু বেশিরভাগ মানুষই এই পাতা খান না। এই পাতার গুন অপরিসীম। এই কারণেই আগেকার মানুষ বাড়িতে থানকুনি পাতা রাখতেন। চলুন থানকুনি পাতার স্বাস্থ্যে উপকারিতা জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- মানষিক অবসাদে ভুগছেন ? কিভাবে দূর করবেন ? জানাচ্ছেন বিশেষজ্ঞরা
থানকুনি পাতা পেটের অসুখের জন্য খুবই উপকারী। থানকুনি পাতা আমাদের শরীর সতেজ রাখার পাশাপাশি আমাদের যৌবন ধরে রাখতে খুবই কার্যকরী। পেট পরিষ্কার রাখতে থানকুনি পাতার জুড়ি মেলা ভার।
থানকুনি পাতা চুলের জন্য উপকারী। বর্তমান সময়ে মানুষের চুল উঠে যাওয়া এই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত খালিপেটে খান থানকুনি পাতা। এছাড়া থানকুনি পাতা বেটে মাথায় লাগাতে পারেন উপকার পাবেন। নতুন চুল গজাতেও এই পাতা সাহায্য করে।
আমাদের স্নায়ু ভালো রাখতে এই পাতা সক্রিয় ভূমিকা রাখে। এছাড়া পেটের যেকোনো সমস্যা ও আলসার , চর্মরোগ থেকে মুক্তি দিতে পারে এই পাতা।
আরো পড়ুন :- পুরুষদের যেসব কথায় মেয়েরা দুর্বল হয়ে পরে !
এছাড়া বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে বয়সের ছাপ পড়তে থাকে। এই পাতা খেলে চেহেরায় লাবণ্য ধরে থাকে। নিয়মিত ভাবে এই পাতার রস খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। হাজারো গুনে ভরপুর এই পাতা খেতে ভুলবেন না।
#food #healthtips #lifestyle #viralhealth #health #bangla news dunia