Bangla News Dunia, Pallab : সম্প্রতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা রাজ্য থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য জাতি প্রার্থীরা।
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Murshidabad University
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 08.04.2025 তারিখে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে। সেগুলি হল –
- Economics Teacher
- Geographic Teacher
- Math Teacher
- Law Teacher
- Physics Teacher
- Physiology Teacher
- Political Science Teacher
- Sanskrit Teacher
- Sericulture Teacher and
- Zoology Teacher
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualificationl) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে উল্লেখিত বিষয়ে কমপক্ষে 55% নম্বর নিয়ে অনার্সে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে। এছাড়াও নির্দিষ্ট বিষয়ে পিএইচডি ও করা থাকতে হবে এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে পূর্ববর্তী।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 25 বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের কি পরিমানে বেতন দেওয়া হবে, সেই নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনে কোনো রকম সঠিক উল্লেখ করা নেই।
মোট শূন্যপদ (Total Vacancy) :
অসংখ্য শূন্য পদে শিক্ষক পদে কর্মী নিয়োগ করছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।
আবেদন পদ্ধতি (Application Process) :
যাকে প্রার্থীদের এখানে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। রেজিস্ট্রেশন করে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর যেটা হয়ে গেলে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে সেখানে আপলোড করে। আপলোড হয়ে যাওয়ার পর সমস্ত কিছু একবার ভালো করে চেক করে নিয়ে সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা। এজন্য প্রাথমিকভাবে 6 মাসির জন্য চুক্তি হিসেবে নেওয়া হবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুসারে চুক্তির সময়কাল বাড়ানো হতে পারে।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 25.04.2025 তারিখ পর্যন্ত।