বিমানের মধ্যেই বিড়িতে সুখটান বাঙালি যাত্রীর, তারপর….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিমানে বিড়ি খেয়ে গ্রেফতার এক যাত্রী। বৃহস্পতিবার গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। কলকাতাগামী ইন্ডিগো বিমানের এক যাত্রী তাঁর লাগেজে বিড়ি এবং দেশলাইয়ের বাক্স নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। বৃহস্পতিবার সুরাত থেকে কলকাতাগামী বিমানটি ছাড়তে দেরি হয়। বিমানটি ছাড়ার আগেই ওই যাত্রী ফ্লাইটের বাথরুমে ঢুকে বিড়ি খান। বিমানের বিমানসেবিকা বিষয়টি বুঝতে পারেন ও বিমানবন্দরের সিনিয়র এক্সিকিউটিভকে জানান।

এরপর ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশলাইয়ের বাক্স এবং বিড়ির প্যাকেট পাওয়া যায়। এর ভিত্তিতে বিমান সংস্থা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে এবং পুলিশ যাত্রীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বিকেল ৪.৩৫ মিনিটে বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা বিলম্বিত হয়। বিমানটিকে পরীক্ষা করার জন্য এয়ারসাইড এলাকায় নিয়ে যাওয়া হয়। বিকেল ৫.৩০ মিনিটে বিমানসেবিকা বৈষ্ণবী নিঘোত লক্ষ্য করেন যে কেউ বাথরুমে বিড়ি ফুঁকছেন। তিনি সিনিয়র এক্সিকিউটিভকে বিষয়টি জানান।

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

এরপরেই তদন্ত করে ১৫এ সিটে বসা যাত্রী অশোক বিশ্বাস টয়লেটের ভেতরে ধূমপান করছেন। কেবিন ক্রুরা টয়লেটের ভেতরে একটি আধ পোড়া বিড়ি এবং দেশলাই বাক্সও খুঁজে পান। তাঁর ব্যাগেও বিড়ির প্যাকেট পাওয়া যায়। এরপরই অশোককে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২৫ ধারায় মামলা দায়ের করেছে এবং অন্যান্য যাত্রীদের জীবন বিপন্ন করার অভিযোগে অশোককে গ্রেফতার করেছে। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময় তাঁর কাছে থাকা বিড়ি-দেশলাই সকলের নজর এড়িয়ে গেল কী করে।  ১৯৩৭ সালের ভারতীয় বিমান আইন অনুযায়ী, বিমানে ধূমপান নিষিদ্ধ। সেটি অপরাধমূলক আচরণ হিসেবেও গণ্য হয়।

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন