Bangla News Dunia, Pallab : ফের চর্চায় এয়ার ইন্ডিয়া। সোমবার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল এআই-১৮০ বিমানটির। কিন্তু কলকাতায় আসার পথে বিমানে কয়েকটি আরশোলা দেখতে পান যাত্রীরা। হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় বিমানকর্মীদের। বদলানো হয় দুই যাত্রীর আসন। ঘটনার পর ক্ষমা চেয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘আমরা দুঃখিত।
আরও পড়ুন : WBSSC SLST ফর্ম Category Update শুরু, দেখুন সহজ উপায়
নিয়মিত স্যানিটাইজেশন এবং ফিউমিগেশনের পরেও কোনওভাবে পোকা ঢুকে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।’ কলকাতায় নামার পর বিমানটি পরিষ্কার করা হয়। নির্দিষ্ট সময়ে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যায় সেটি।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !