বিয়ের আগে কেন গায়ে হলুদ হয় ? জানুন আসল তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- নিশ্চয়ই জানেন গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে। আবার এদিকে এসে গেল বিয়ের মরশুম। কিন্তু কেন বিয়ের দিন সকালে পাত্র ও পাত্রীর গায়ে হলুদ দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। আসলে হলুদ অত্যন্ত শুভ অনুষ্ঠান। এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু ব্যাখ্যা। বর হোক বা কনে, বিয়ের দিন সকালে গায়ে মুখে হলুদ বাটা মাখতেই হবে। বিয়ের সঙ্গে কেন গায়ে হলুদ মাখার রীতি আছে ? সেই বিষয়েই আজ আলোচনা করব।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন

বিয়ের আগে কেন গায়ে হলুদ হয় —-

১. সবাই নিশ্চয়ই জানেন হলুদ হল জীবাণুনাশক। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মত অনুযায়ী হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। জীবনে দুজন নতুন মানুষকে স্বাগত জানায় হলুদ। যার কারণেই হলুদের ছোঁয়া শুভ বলে মনে করা হয়।

২. হলুদের এত গুণ যে প্রকৃতির আশীর্বাদের মতো। বিয়ের আগে গায়ে হলুদ মাখা তাই আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয়। সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ।

 

niladri misra

 

৩. হলুদ আমাদের ত্বকের জন্যও ভালো। বিয়ের দিন সবাই চায় বর কনেকে সুন্দর দেখাক। কারণ বিয়ে জীবনের একটা অত্যন্ত বিশেষ দিন। ত্বকের মরা কোষ সরিয়ে ত্বককে ঝলমলে করে তোলে।

৪. হলুদ দেহ ও মনকে শুদ্ধ করে। তাই নতুন জীবনে প্রবেশ করার আগে হলুদের ছোঁয়া গায়ে লাগানো হয়।

৫. হলুদ হল শুভ শক্তির প্রতীক। সেই কারণ অশুভ শক্তিকে দূরে সরাতে বিয়ের শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয়।

৬. বিয়ের আগে অনেকেই টেনশনে ভোগেন। উদ্বেগ থেকে মাথা ধরে। হলুদের মধ্যে থাকা কারকুমিন এই সব সমস্যা থেকে দূরে রাখে। হলুদ মনকে শান্ত করতে সাহায্য করে। এই সকল কারণের ফলেই বিয়ের আগে গায়ে হলুদ হয়। আর বর্তমানে হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গায়ে হলুদের রীতি অন্য ধর্মেও পৌঁছে গিয়েছে।

আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে 

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন