Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাতে বিয়ের কথা ছিল ৷ সন্ধেতেই মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পাত্রের ৷ শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচল থানার শিমুলতলা গ্রামে ৷ এই ঘটনায় শুধু পাত্র-পাত্রীর পরিবারে নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷ রাতেই মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার পুলিশি তদন্ত ৷
মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম ৷ বয়স মাত্র 23 বছর ৷ শিমুলতলা গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি ৷ জাহিদুল পেশায় শ্রমিক ৷ বেশিরভাগ সময় ভিনরাজ্যে কাজ করেন তিনি ৷ বাবা মজিবুর রহমানও শ্রমিকের কাজ করেন ৷ ছেলের বিয়ে ঠিক করেছিলেন এলাকারই এক তরুণীর সঙ্গে ৷
গতকাল রাতে ছিল বিয়ের অনুষ্ঠান ৷ সন্ধে নাগাদ জাহিদুল নিজের মোটর বাইকে পেট্রল ভরাতে যান ৷ পেট্রল পাম্প থেকে দোকানে গিয়ে বিয়ের আরও কিছু জিনিস কেনেন ৷ সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি ৷ বাইক নিয়ে রাস্তায় পড়ে যান ৷ বিষয়টি নজরে আসলে আশেপাশের লোকজন দ্রুত তাঁকে নিয়ে যান স্থানীয় মালতিপুর গ্রামীণ হাসপাতালে ৷ যদিও সেখানকার কর্মরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন ৷
জাহিদুলের জ্যেঠতুতো দাদা জাহিরুদ্দিন বলেন, “ঘটনাটি ঘটে সন্ধে 7টা নাগাদ ৷ আমার কাকাতো ভাই জাহিদুল সামসী সংলগ্ন জিয়াগাছি পেট্রল পাম্প থেকে মোটর বাইকে তেল ভরিয়ে বাড়ি ফিরছিল ৷ কিছুক্ষণ পরেই তার গায়ে-হলুদ আর রেজিস্ট্রি বিয়ে হওয়ার কথা ছিল ৷ ফেরার পথে গোবিন্দপুর ক্লাবের কাছে রাস্তার টার্নিং-এ সে হয় কোনও গাড়িকে সাইড দেওয়ার চেষ্টা করেছিল অথবা নিজে কোনও গাড়িকে ওভারটেক করছিল ৷ সেই সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তার ধারে রাখা বাঁশের গাদায় পড়ে যায় ৷ সেখান থেকে ছিটকে পড়ে ইটের স্তূপে ৷ প্রচণ্ড আঘাতে তার মাথা ফেটে যায় ৷ ঘটনাস্থলেই মারা যায় সে ৷’’
তিনি আরও বলেন, ‘‘সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই ৷ ওকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ রাস্তার দু’ধারে অবৈধভাবে ইট-পাথর-বালি রেখে ব্যবসা না-করার জন্য প্রশাসন দীর্ঘদিন ধরে মাইকে প্রচার চালাচ্ছে ৷ কিন্তু কেউ প্রশাসনের নির্দেশ মানছে না ৷ প্রশাসনও এনিয়ে কোনও পদক্ষেপ করছে না ৷ এর আগেও একই জায়গায় একইভাবে একটি ছেলে মারা গিয়েছিল ৷ আমরা চাই, রাস্তার ধারে এসব অবৈধ কারবার দ্রুত বন্ধ করা হোক ৷”
বিয়ের ঘণ্টা দুয়েক আগেই বাইক দুর্ঘটনায় মৃত পাত্র
শিমুলতলা গ্রামের বাসিন্দা মাসরেকুল আলম বলেন, “সম্ভবত বিয়ের জন্যই জাহিদুল বাড়ি ফিরতে তাড়াহুড়ো করছিল ৷ রাস্তার ধারে থাকা ইটের স্তূপে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে ৷ এই অবৈধ ব্যবসা নিয়ে আমি পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ৷ এভাবে রাস্তার ধারে ইট-বালি-পাথর রাখা বন্ধ হোক ৷ এসব না-থাকলে হয়তো জাহিদুল এভাবে মারা যেত না ৷ তবে ওর নিজেরও দোষ ছিল ৷ মাথায় হেলমেট না-পরেই সে বাইক চালাচ্ছিল ৷ মাথায় হেলমেট থাকলে হয়তো ও মারা যেত না ৷ আমি সবাইকে বলব, বাইক চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরবেন ৷”
শনিবার চাঁচল মহকুমা পুলিশের এক কর্তা বলেন, “মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ রাস্তার ধারে যাতে কেউ অবৈধভাবে বালি-পাথর-ইট মজুত না করে, তা নিয়ে পদক্ষেপ করা হবে ৷”
আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন
আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন