Bangla News Dunia, দীনেশ : বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হতে হল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ থানার অধীন পিছলা গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে। সম্প্রতি ওই গ্রামের ভুট্টা খেতের ভিতরে উদ্ধার হয় এক মহিলার দেহ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে দুই যুবককে। কিন্তু ঘটনায় অন্য মোড় নেয় শুক্রবার। এক যুবক পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে জানায়, সেই খুন করেছে মহিলাকে।
আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন
জানা গিয়েছে, গত বুধবার মহম্মদপুর গ্রামের একটি খেত থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। দেহটি মাটির মধ্যে পোঁতা ছিল। স্থানীয়রা ভুট্টা খেতে কাজ করতে গিয়ে মহিলার মাথার চুল দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে কিশনগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম নূরী বেগম। সেই এই গ্রামেরই বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে দুই যুবককে।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
মৃতার বাবা উত্তর দিনাজপুর জেলার সুরজাপুরের বাসিন্দা ফকরুদ্দিন আলম(৬০)জানান, তিনবছর আগে তাঁর মেয়ে নূরীর সঙ্গে সামাজিক মতেই বিয়ে মহম্মদপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আলমের (২৫) সঙ্গে। তাঁদের একটি এক বছরের মেয়ে আছে। গত ২৩ মার্চ নূরী ঘাস কাটতে যায় গ্রামেরই একটি ভুট্টার খেতে। তার পর থেকেই আর খোঁজ নেই নূরীর। অনেক খোঁজাখুঁজির পর তাঁর খোঁজ না মেলায় ২৪ মার্চ শ্বশুর বাড়ি থেকে জানানো হয় নূরী অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে। ২৫ মার্চ কিশনগঞ্জ সদর থানায় তিনি মিসিং ডায়েরি করেন। মৃতার স্বামী মহম্মদ আলম পরিযায়ী শ্রমিকের কাজ করে ওডিশাতে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
গত বুধবার সেই ভুট্টা খেত থেকেই উদ্ধার হয় নূরীর ক্ষতবিক্ষত দেহ। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে দুই যুবককে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় শুক্রবার। মহম্মদ গুড্ডু নামে এক যুবক কিশনগঞ্জ থানায় আত্মসমর্পণ করে জানায়, নূরীকে খুন করে ভিট্টা খেতে পুঁতে দিয়েছেন তিনি। এরপরেই পুলিশ গ্রেপ্তার করে গুড্ডুকে। গুড্ডু পুলিশকে জানিয়েছে, তাঁর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল নূরীর। নূরীর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় শ্বশুরবাড়ির লোকেরা নূরীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। পরবর্তীতে তাঁর সঙ্গে নূরী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায়। সম্প্রতি নূরীর ওপর শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় গুড্ডুকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল নূরী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিচ্ছিল মহিলা। এই চাপ সহ্য করতে না পেরেই মহিলাকে খুন করা পরিকল্পনা করেন গুড্ডু। পরিকল্পনামাফিক ২৩ মার্চ শারীরিক সম্পর্ক গড়ার কথা বলে মহিলাকে ভুট্টা খেতে ডেকে নেয় গুড্ডু। মহিলা ভুট্টা খেতে আসলে সেখানেই মহিলাকে কুপিয়ে খুন করে মাটিতে পুঁতে দেয় গুড্ডু। এই ঘটনা জানার পর গুড্ডুকে গ্রেপ্তার করে কিশনগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের বয়ান খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে